মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য কোন্নগরে

কোন্নগরের রাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর। জিজ্ঞাসা করলে জানা যায় ওই যুবকের সঙ্গে যুবতীর পাঁচ বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন। 

কোন্নগরের রাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর। জিজ্ঞাসা করলে জানা যায় ওই যুবকের সঙ্গে যুবতীর পাঁচ বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় দুজনে বিষ খেয়ে আত্মহত্যা করবেন বলে ঠিক করেন। যুবতী বিষ খেলেও যুবক পিছিয়ে যায়। যদিও যুবতী প্রাণে বেঁচে যান। এরপর থেকে সমস্ত সামাজিক মাধ্যম থেকে যুবতীকে ব্লক করে দেয় প্রেমিক যুবক। তারপর হঠাৎ বুধবার যুবককে দেখতে পেয়ে রাস্তায় ধরে উত্তমমধ্যম দেন যুবতী। যদিও যুবকের দাবী তার থেকে তিন লাখ টাকা চেয়েছিল যুবতী।

03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে05:01'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:08‘ভারতবর্ষ ফুঁ দিলে বাংলাদেশ উড়ে যাবে’ ইউনূসকে চরম হুঁশিয়ারি অগ্নিমিত্রার, দেখুন03:08চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য নদিয়ায়06:07Krishnanagar : বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে এক এক করে ৫ জন মিলে...! বিরাট সাজা দিল আদালত