মালদার মোথাবাড়ির হিংসার ঘটনা এখন খবরের শিরোনামে। এই ঘটনায় উত্তাল বাংলা। মোথাবাড়ি কাণ্ডে পুলিশের নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিজেপি নেতারা। প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজীবী তিওয়ারিও। এবার সেখানে মহিলারা গুরুত অভিযোগ আনল। তাদের নাকি কালো কাপড়ে মুখ ঢাকতে বলা হচ্ছে। এমনই দাবি স্থানীয় মহিলাদের।
স্থানীয় মহিলাদের দাবি শাঁখা পলা খুলে কালো কাপড়ে মুখ ঢেকে ঘুরতে বলা হচ্ছে তাঁদের। মহিলা মোর্চার সভানেত্রীর অভিযোগ রাতের বেলা লুকিয়ে থেকে অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়িতে ঢিল ছোঁড়া হচ্ছে। এই ঘটনায় সরাসরি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন প্রত্যেকে। সভানেত্রীর অভিযোগ প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে তাঁদের।
দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মহিলাদের অভিযোগ তাদের ছেলেদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শাখা পলা পরতে দেওয়া হচ্ছে না তাদের। প্রসঙ্গত এ বিষয় সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ মাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এটি মারাত্মক অভিযোগ। হিন্দু মহিলারা শাখা পলা পরতে পারবেন না?
জাতীয় মহিলা কমিশনের উচিত এই বিষয়টা দেখা এবং ওখানে টিম পাঠিয়ে বিষয়টা নিয়ে তদন্ত করা। ঠিক এই ঘটনার পর জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার জানান, এই বিষয় খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় মহিলা কমিশন মালদার মোথাবাড়ি থেকে একাধিক অভিযোগ পেয়েছে। সেই সব অভিযোগ নিয়ে সক্রিয় ভাবে পদক্ষেপ করার প্রক্রিয়া করা হচ্ছে। তিনি জানিয়েছেন সব ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবে।
সদ্য এমনই খবর প্রকাশ্যে এসেছে মোথাবাড়ি নিয়ে। সেখানের হিংসার ঘটনা নজর কেড়েছে সকলের। সারা বাংলা উত্তাল এই ঘটনা নিয়ে। সেখানের মহিলার অভিযোগ তুলল পুলিশের বিরুদ্ধে।