'মদ' খেয়ে গঙ্গায় নেমে তলিয়ে গেল যুবক। ঘটনার পরেই পালাল ৪ বন্ধু! ঘটনার জেরে উত্তেজনা নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রাঘাটে। তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
'মদ' খেয়ে গঙ্গায় নেমে তলিয়ে গেল যুবক। ঘটনার পরেই পালাল ৪ বন্ধু! ঘটনার জেরে উত্তেজনা নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রাঘাটে। তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। তলিয়ে যাওয়া যুবকের নাম বকুল মন্ডল, বয়স ২৫। শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকায় বাড়ি। তলিয়ে যাওয়া যুবকের দেহের খোঁজ পায়নি প্রশাসন।