গরিব পরিবারে এক সঙ্গে তিন কন্যা , খাওয়াব কী ভেবে পঞ্চায়েতের দ্বারস্থ মহিলা

  •  এক সঙ্গে তিন কন্যার জন্ম দিলেন মহিলা 
  •  ভরণপোষণের কথা ভেবে সরাসরি পঞ্চায়েতের দ্বারস্থ
  •  সব বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন পঞ্চায়েত সভাপতি
  •  কী করলেন কেশপুরের পঞ্চায়েত সভাপতি

নুন আনতে পান্তা ফুরোয়। সেই পরিবারে এক সঙ্গে তিন কন্যার জন্ম। ভরণপোষণের কথা ভেবে সরাসরি পঞ্চায়েতের দ্বারস্থ হলেন মহিলা। সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন পঞ্চায়েত সভাপতি। 

এমনিতেই সামান্য জমির মালিক শেখ সাজ্জাদ ৷ কোনও ক্রমে এখানে ওখানে কাজ করে সংসার চলে ৷ এক বছর হল বিয়ে করেছিল সে। এরপর স্ত্রী পারভিনা বিবির সন্তান ৷ সন্তান সম্ভবা সাজ্জাদের স্ত্রীকে দেখে চিকিৎসকরা জানান, একটির বেশি সন্তান রয়েছে পারভিনার গর্ভে ৷ শেষে ডাক্তারদের কথাই ঠিক হয়েছে। গত ৫ অক্টোবর মেদিনীপুর মেডিক্যাল কলেজে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন  পারভিনা বিবি। পরিবারের তরফ থেকে তাদের নামও দেওয়া হয়েছে- জয়নাব খাতুন,রোকিয়া খাতুন ও শাকিলা খাতুন।

Latest Videos

একসঙ্গে তিন কন্যা সন্তান নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যান সাজ্জাদ আলি ও তাঁর স্ত্রী ৷ সৌভাগ্যক্রমে জন্মের পর তিন শিশুসহ মাও সুস্থ আছেন।  কিন্তু খেটে খাওয়া পরিবারে একসঙ্গে কীভাবে পালন করবেন তিন কন্যাকে , তার চিন্তা শুরু হয়ে যায় পরিবারে ৷ সুস্থ্য থাকলেও তাদের লালনপালনে খরচ তো রয়েছেই , সেই সঙ্গে তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন  ৷ পরিস্থিতি দেখে শুক্রবার কন্যা সন্তানদের নিয়ে শাশুড়ির সঙ্গে সটান হাজির কেশপুর পঞ্চায়েত সমিতির অফিসে ৷ 

সেখানে সভাপতি শুভ্রা সেনগুপ্তের সঙ্গে দেখা করে আবেদন করেন কিছু একটা রাস্তা বের করে দিন ৷ না হলে চালাতে পরাব না এদের জীবনযাপন ৷  বিষয়টি একেবারে আলাদা মনে হলেও পঞ্চায়েত সমিতির হাতে এই ধরনের ক্ষেত্রে সহযোগিতার কোনও রাস্তা পাননি সভাপতি শুভ্রা ৷ তিনি বলেন, সকলেই সুস্থ্য ও স্বাভাবিক ৷ তিন সন্তান বলে সহযোগিতা করার কোনও নিয়ম নেই ৷ তবুও আমরা সমিতির অফিসের কর্মীরা চাঁদা তুলে সহযোগিতা করেছি যতখানি সম্ভব ৷ পরে বাকি চেষ্টা করে দেখব ৷

Share this article
click me!

Latest Videos

Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari