Bangla

মেষ রাশি-

গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

Bangla

বৃষ রাশি-

নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে।

Image credits: Getty
Bangla

মিথুন রাশি-

কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে।

Image credits: Getty
Bangla

কর্কট রাশি-

প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।

Image credits: Getty
Bangla

সিংহ রাশি-

অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে।

Image credits: Getty
Bangla

কন্যা রাশি-

কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

Image credits: Getty
Bangla

তুলা রাশি-

ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।

Image credits: Getty
Bangla

বৃশ্চিক রাশি-

সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন।

Image credits: Getty
Bangla

ধনু রাশি-

পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

Image credits: Getty
Bangla

মকর রাশি-

কোনও শোকের খবর পেতে পারেন।

Image credits: Getty
Bangla

কুম্ভ রাশি-

সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে।

Image credits: Getty
Bangla

মীন রাশি-

এই সপ্তাহে প্রচুর টাকা হাতে আসবে।

Image credits: Getty

দেখে নিন আপনার শুক্রবার-এর রাশিফল

দেখে নিন আপনার বৃহস্পতিবার-এর রাশিফল

দেখে নিন আপনার মঙ্গলবারের রাশিফল

দেখে নিন আপনার সোমবারের রাশিফল