Bangla

এক এক রাশির সঙ্গে মিলে থাকে জাতকদের দোষ বা গুন।

গুনগুলো যেমন সাফল্যের পথ অনুকূল করে, তেমনই খারাপ স্বভাবগুলো হয়ে দাঁড়ায় বাধা। এক একটি রাশি অনুযায়ী দেখে নিন পরিত্যাগ করার মতো বাজে স্বভাবগুলো।

Bangla

মেষ রাশির সঙ্গে জুড়ে থাকে অহংকার।

ব্যাপারটা এমন নয় যে এই রাশির জাতকরা সবসময় মনে করেন যে তাঁরাই সব ক্ষেত্রে সঠিক। তবে, সব বিষয়ে একেবারে নিজেদের মনের মতো কিছু মতামত দিয়ে থাকেন এবং তাতে স্থির হয়ে থাকেন।

Image credits: Our own
Bangla

বৃষ রাশির জাতকরা সবসময় চান যে

তাঁর আশেপাশের ভালো বিষয়গুলোতে কখনও কোনও বদল না আসুক। কোনও কিছুতে চূড়ান্তভাবে বাধ্য না হওয়া পর্যন্ত বৃষ রাশির জাতকরা কিছুতেই নিজেদের স্বভাব পরিবর্তন করতে চান না।

Image credits: Our own
Bangla

মিথুন রাশির জাতকদের সমস্যা হল,

এঁদের কাছে এখনই যা আছে, তার মর্ম এঁরা সহজে বুঝতে পারেন না। নতুন কিছুর প্রতি এগিয়ে যাওয়া অবশ্যই ভালো, কিন্তু, এখনই যা আছে, তার মর্ম বুঝতে না পেরে অবহেলা করে যাওয়াটা খারাপ।

Image credits: Our own
Bangla

কর্কট রাশির খারাপ দিক হল নিষ্ক্রিয়তা এবং তার জেরে আক্রমণাত্মক হয়ে ওঠা

এঁরা নিজেই অনেক সময় নিজের অনুভূতির বিষয়ে নিষ্ক্রিয় হয়ে ওঠেন এবং তারপর অন্যদের ওপরে রাগতে থাকেন। 

Image credits: Our own
Bangla

সিংহ রাশির প্রধানতম খারাপ স্বভাব হল এঁদের হিংসুটেপনা।

 যুক্তিগত কারণেই এঁদের একটু গর্ব থাকে বটে, তবে মাঝে মাঝে অহংকারে একেবারে মাটিতে পা পড়ে না।

Image credits: Our own
Bangla

কন্যা রাশির জাতকরা হলেন ‘সবজান্তা’।

এঁরা মনে করেন যে, এঁরা সব জানেন এবং অন্যদের সম্পর্কে তাঁরা যেটা ভাবছেন, একমাত্র সেটাই সঠিক। অন্যরা নিজের সম্পর্কে কী জানেন, সেটার কোনও মূল্যই নেই।

Image credits: Our own
Bangla

সবসময় খুশি রাখতে চায় একটি রাশি, তার নাম তুলা।

তুলা রাশির জাতকরা কীভাবে কাউকে আঘাত না করে তিক্ত সত্যিটা জানাতে পারবেন, সেটা ভাবতে ভাবতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এঁরা এই বিষয়টা ভুলে যান যে, সবাইকে সবসময় খুশি রাখা সম্ভব নয়।

Image credits: Our own
Bangla

বৃশ্চিক রাশির মূল সমস্যা হল অবিশ্বাস।

মানুষ কতটা বিশ্বস্ত, সেটা জানার জন্য এঁরা আশেপাশের সব মানুষকে প্রতিটা মুহূর্তে পরীক্ষা করতে থাকেন। এভাবে প্রিয় মানুষটাও এঁদের ওপরে বিরক্ত হয়ে পড়েন।

Image credits: Our own
Bangla

ধনু রাশির খারাপ স্বভাব হল কথা দিয়ে কথা না রাখা।

এঁরা প্রিয়জনকে হতাশ করতে চান না। এঁদের মনের যা, মুখেও তাইই থাকে। কিন্তু, এঁরা আগে থেকেই কোথাও আবদ্ধ হয়ে যাওয়ার ভয় পান।

Image credits: Our own
Bangla

মুখে কুলুপ এঁটে থাকে মকর রাশি

২৪ ঘণ্টাই নিজের মনের কথা বলে বেরাতে হবে, এমন দোহাই কেউ দেয়নি ঠিকই। কিন্তু, এঁরা কালেভদ্রেও মুখ খোলার চেষ্টা করেন না।

Image credits: Our own
Bangla

স্পষ্ট করে কথা বলতে পারে না কুম্ভ রাশির জাতকরা

কেন সবাইকে নিজের মনের কথা খুলে বলতে হবে? এই ভুল ধারণার জন্য কুম্ভ রাশির অনেক সুসম্পর্ক নষ্ট হয়ে যায়।  যেখানে মনের কথা না বললে সবই জলাঞ্জলি হয়ে যাবে, সেখানেও এঁরা চুপই থেকে যান।

Image credits: Our own
Bangla

সবসময় দোনোমনার পাঁকে পড়ে থাকেন মীন রাশির জাতকরা।

ফলে, সবকিছুতেই এঁদের দুশ্চিন্তা এবং তার সাথে সাথে দেরি। শেষ সময় অবধি কোনও কাজের পরিকল্পনা ঝুলিয়ে রাখা মীন রাশির খারাপ স্বভাব।

Image credits: Our own

বাস্তুর এই ১০ নিয়ম বদলে দিতে পারে আপনার জীবন

২০২৪ সালে কোন রাশির জন্য কোন রত্ন হবে শুভ

Dhanteras 2023: ধনতেরাসের আগে হয়েছিল ফুলশয্যা, কীভাবে ঠকেছিলেন যমরাজ?

Photo Vastu: বাড়িতে কোনও ছবি টাঙালে সাবধান! বাস্তুর ভুলে হতে পারে বিপদ