দীপাবলির প্রাক্কালে এই উৎসবে গয়না, বাসন ইত্যাদি বহু ধরনের ধাতব জিনিস কেনেন সাধারণ মানুষ।
Horoscope Nov 09 2023
Author: Sahely Sen Image Credits:Getty
Bangla
লক্ষ্মীর সঙ্গে পূজিত হন কুবের
এই উৎসবের সঙ্গে ধনের দেবী মা লক্ষ্মীর যোগ রয়েছে বলে মনে করা হয়। তাঁর সঙ্গে পূজিত হন ধনের দেবতা কুবের।
Image credits: Getty
Bangla
কিন্তু, অন্য একটি মতে
ধনতেরাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছেন মৃত্যুর দেবতা যম রাজ-ও।
Image credits: Getty
Bangla
কথিত আছে যে,
রাজা হিমা-র ছেলের বয়স যখন প্রায় ১৬ বছর, তখন তিনি একটি অভিশাপ দ্বারা দুষ্ট হয়েছিলেন।
Image credits: Getty
Bangla
তাঁর উপর অভিশাপ ছিল যে,
বিয়ের পর ৪ দিনের মধ্যেই সাপের কামড়ে তাঁর মৃত্যু হবে। এই কথা বিবাহের আগে থেকেই জেনে গিয়েছিলেন তাঁর হবু স্ত্রী।
Image credits: Our own
Bangla
যুবরাজের যেদিন বিয়ে হল,
সেদিন তাঁকে সারারাত জাগিয়ে রাখলেন তাঁর স্ত্রী। সারা রাত ঘরে জ্বালানো রইল আলো।
Image credits: Getty
Bangla
ফুলশয্যার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে,
দরজার বাইরে দিকে সমস্ত সোনা-রুপোর গয়না সাজিয়ে রেখে দিলেন রাজকন্যা।
Image credits: Getty
Bangla
সেই রাতেই যুবরাজের ঘরের সামনে এসে উপস্থিত হন স্বয়ং যমরাজ!
কিন্তু, যেহেতু ঘরের বাইরের দিকে সমস্ত সোনা-গয়না রাখা ছিল, সেই অলংকারের আলোয় যমরাজের চোখ ঝলসে যায়।
Image credits: Our own
Bangla
যমরাজ যুবরাজের ঘরের সামনে গিয়ে দেখেন,
নববিবাহিতা স্ত্রী যুবরাজকে গল্প বলে এবং গান গেয়ে শোনাচ্ছেন। যমরাজও সেই সোনার উপর বসে গান আর গল্প শুনতে থাকেন।
Image credits: Getty
Bangla
গান আর গল্প শুনেই যখন রাত কেটে গেল,
তখন পরেরদিন সকালে যুবরাজকে না নিয়ে খালি হাতেই ফিরতে হল যমরাজকে। বিয়ের পরেও যুবরাজের প্রাণহানির অভিশাপ বাস্তবিত হল না দেখে সেই আনন্দের উদযাপনেই শুরু হল ‘ধনতেরাস’ উৎসব।