চাণক্য নীতি: সঠিকভাবে দান-ধ্যান করুন, এই ৭ ভুল সবসময় এড়িয়ে চলুন
চাণক্য নীতি অনুযায়ী, সঠিকভাবে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান করার ক্ষেত্রে ভুল করলে নিজেরই বিপদ হতে পারে।
Horoscope Jun 13 2025
Author: Soumya Gangully Image Credits:Getty
Bangla
জেনে নিন কোন ধরনের দান আপনার আর্থিক অবস্থার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে
দান করা পুণ্যের কাজ। যাঁরা গরিবদের জন্য করুণা অনুভব করেন, তাঁরা প্রায়ই দান করেন। কিন্তু আচার্য চাণক্যের মতে, ভুল পদ্ধতিতে দান করা আপনার আর্থিক অবস্থার জন্য ক্ষতিকর।
Image credits: pinterest
Bangla
দান পুণ্যের কাজ, কিন্তু বিচক্ষণতা জরুরি, না হলে উল্টো ফল হতে পারে
দান পুণ্যের কাজ। কিন্তু আচার্য চাণক্যের মতে, এটিও সমানভাবে বিচক্ষণতার সঙ্গে করা উচিত। কোনও অযোগ্য বা অপ্রয়োজনীয় স্থানে দান করলে ব্যক্তি নিজেই সমস্যায় পড়তে পারেন।