ভগবান হনুমানের থেকে পেতে পারেন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা।
Horoscope Apr 06 2023
Author: Web Desk - ANB Image Credits:Our own
Bangla
'বানর' থেকে 'নর' হওয়ার শিক্ষা-
জীবনে সবকিছু থাকার পরেও নম্র, বিনত হতে শিখুন। তা-ই আমাদের ‘নর’ অর্থাৎ প্রকৃত মানুষ করে তুলবে।
Image credits: Social Media
Bangla
ক্ষুধা থাকুক, জ্ঞান লাভ করার ক্ষুধা:
ভগবান হনুমান হলেন ‘জ্ঞান গুন সাগর’। তিনি শিখিয়েছেন অন্তহীন শিক্ষার পাঠ। চিরকালের জন্য একজন ছাত্র হোন, তাহলেই আপনি সবচেয়ে জ্ঞানী হবেন।
Image credits: Getty
Bangla
কাজ করাটা ধর্ম, ফল লাভ করার আশা করাটা ধর্ম নয়:
যে জীবনে ভালো কাজ করে, তার জীবনে ভালো কিছু ঘটে। কারণ, কাজ করে যাওয়াটাই মানুষের ধর্ম।
Image credits: Getty
Bangla
জীবনে ভালো উদ্দেশ্যে বেঁচে থাকা জরুরি:
জীবনে অন্য মানুষের মুখে হাসি ফোটানো, নিজেকে আরও বড় মানুষ করে তোলাই মানব জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই জীবন অতিবাহিত করা জরুরি।
Image credits: Getty
Bangla
জীবনের আসল সম্পত্তি হল অন্তরের আলো:
বাহ্যিক জীবনে আপনি যা কিছু কেনেন বা জিতে নেন, তার সবকিছু আপনার থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব। কিন্তু, যা ছিনিয়ে নেওয়া যায় না, তা হল আপনার মহত্ব, আপনার জ্ঞান এবং আপনার চরিত্র।
Image credits: Social Media
Bangla
যা চাইছ, তার জন্য কাজ করো:
ভগবান হনুমানই প্রথমবার পৌঁছে গিয়েছিলেন রাবণ-অধিকৃত মা সীতার কাছে। তিনি প্রমাণ করেছিলেন, জীবনে যা চাইছেন, তার জন্য যদি অনর্গল চেষ্টা করে যাওয়া যায়, তাহলে সেই চাওয়া একদিন পূরণ হবেই।