এবার দোল বা হোলি কবে পড়েছে জানেন? পরিবার-বন্ধুদের রং মাখাতে হবে তো
এ বছর দোল পড়েছে ১৪ মার্চ, শুক্রবার। দোলপূর্ণিমার দিন দেব-দেবীকে আবির মাখানো শুভ বলে মনে করা হয়। জানুন হোলিতে কোন দেবতাকে কোন রঙের আবির মাখানো উচিত।
Image credits: pexels@shrey-chapra-527051
Bangla
ভগবান বিষ্ণুকে কোন রঙের আবির মাখানো উচিত জানেন? না জানলে জেনে নিন
দোলপূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের আবির মাখানো উচিত। শ্রীরাম ও শ্রীকৃষ্ণকেও একই রঙের আবির মাখাতে পারেন। এমনটা করলে আপনার জীবনে সুখ বজায় থাকবে।
Image credits: adobe stock
Bangla
দোলপূর্ণিমার দিন হনুমানজিকে কোন রঙের আবির মাখানো উচিত জানেন? জেনে নিন
হোলিতে হনুমানজিকে সিঁদুরের রঙের আবির মাখালে আপনার আটকে থাকা কাজ হয়ে যেতে পারে। এই রং হনুমানজির খুব প্রিয়। এছাড়া লাল রঙের আবিরও মাখাতে পারেন।
Image credits: adobe stock
Bangla
দোলপূর্ণিমার দিন দেবাদিদেব মহাদেবকে কোন রঙের আবির মাখানো উচিত জানেন?
ভগবান শিবকে হোলিতে সাদা রঙের আবির মাখান। সাদা আবির না পেলে অন্য কোনও হালকা রঙের যেমন হালকা গোলাপি রঙের আবিরও মহাদেবকে মাখাতে পারেন।
Image credits: adobe stock
Bangla
হোলিতে দেবী দুর্গা, পার্বতী, লক্ষ্মীকে কোন রঙের আবির নিবেদন করবেন?
হোলিতে দেবী দুর্গা, পার্বতী বা লক্ষ্মীকে লাল রঙের আবির নিবেদন করুন। এতে তাঁদের কৃপা আপনার উপর বজায় থাকবে। দেবী দুর্গা ও পার্বতীর আশীর্বাদে আপনি সাফল্য পাবেন।
Image credits: adobe stock
Bangla
হোলিতে শ্রীগণেশকে কোন রঙের আবির মাখানো উচিত জাবেন? না হলে জেনে নিন
জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শ্রীগণেশের সম্পর্ক বুধ গ্রহের সঙ্গে। তাই হোলিতে গণেশকে সবুজ রঙের আবির নিবেদন করা শুভ হবে। এতে আপনার প্রেমের জীবন সুখময় হবে।