দোল বা হোলির দিন সারা দেশেই পুজো হয়। রাধা-কৃষ্ণ, গোপাল, জগন্নাথ-সহ বিভিন্ন দেব-দেবীকে আবির দেওয়া হয়। কোন দেব-দেবীকে কোন রঙের আবির দেওয়া উচিত জানেন?
এ বছর দোল পড়েছে ১৪ মার্চ, শুক্রবার। দোলপূর্ণিমার দিন দেব-দেবীকে আবির মাখানো শুভ বলে মনে করা হয়। জানুন হোলিতে কোন দেবতাকে কোন রঙের আবির মাখানো উচিত।
দোলপূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের আবির মাখানো উচিত। শ্রীরাম ও শ্রীকৃষ্ণকেও একই রঙের আবির মাখাতে পারেন। এমনটা করলে আপনার জীবনে সুখ বজায় থাকবে।
হোলিতে হনুমানজিকে সিঁদুরের রঙের আবির মাখালে আপনার আটকে থাকা কাজ হয়ে যেতে পারে। এই রং হনুমানজির খুব প্রিয়। এছাড়া লাল রঙের আবিরও মাখাতে পারেন।
ভগবান শিবকে হোলিতে সাদা রঙের আবির মাখান। সাদা আবির না পেলে অন্য কোনও হালকা রঙের যেমন হালকা গোলাপি রঙের আবিরও মহাদেবকে মাখাতে পারেন।
হোলিতে দেবী দুর্গা, পার্বতী বা লক্ষ্মীকে লাল রঙের আবির নিবেদন করুন। এতে তাঁদের কৃপা আপনার উপর বজায় থাকবে। দেবী দুর্গা ও পার্বতীর আশীর্বাদে আপনি সাফল্য পাবেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শ্রীগণেশের সম্পর্ক বুধ গ্রহের সঙ্গে। তাই হোলিতে গণেশকে সবুজ রঙের আবির নিবেদন করা শুভ হবে। এতে আপনার প্রেমের জীবন সুখময় হবে।