৬টি স্টক বদলে দিতে পারে ভাগ্য, বৃহস্পতিবার নজর রাখুন
বুধবার, ২২ জানুয়ারী শেয়ার বাজার বন্ধ হওয়ার পর বেশ কিছু বড় কোম্পানি নিয়ে খবর এসেছে।
Business News Jan 22 2025
Author: Subhankar Das Image Credits:Freepik@pressfoto
Bangla
১. পিডিলাইট ইন্ডাস্ট্রিজ শেয়ার
পিডিলাইটের মুনাফা তৃতীয় ত্রৈমাসিকে ৯% বেড়েছে। আয় বছরের তুলনায় ৮% বেড়েছে। EBITDA-ও ৭% এর বেশি বেড়েছে। বৃহস্পতিবার শেয়ার পুরোদমে কার্যকলাপ দেখা যেতে পারে।
Image credits: Freepik@LKA
Bangla
২. হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার
FMCG কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের তৃতীয় ত্রৈমাসিকে স্ট্যান্ডেলোন ভিত্তিতে মুনাফা ১৯% বেড়েছে। বুধবার শেয়ার ২,৩৪০ টাকায় বন্ধ হয়েছে।
Image credits: Freepik@jorfer
Bangla
এই শেয়ারে বৃহস্পতিবার কার্যকলাপ দেখা যেতে পারে
যেকোনো ধরনের বিনিয়োগের আগে আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন। এই তালিকায় রয়েছে পিডিলাইট, হিন্দুস্তান ইউনিলিভার, ভারতী এয়ারটেল এর মতো কোম্পানি।