Bangla

একেবারে জলের দরে এমন স্টক কিনুন যা এক বছরে দেবে দ্বিগুণ রিটার্ন

Bangla

গ্লোবাল ব্রোকারেজ সিটি হাউজ এই স্টক কেনার পরামর্শ দিয়েছে

Image credits: Freepik
Bangla

ভোডাফোন আইডিয়া শেয়ার বিএসই-তে ০.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে

Image credits: social media
Bangla

এজিআর বকেয়া মামলায় ভোডাফোন আইডিয়া

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে এজিআর বকেয়া মামলায় ভোডাফোন আইডিয়া মামলার আবেদন শুনানি করতে সম্মত হয়েছে। এরপরেই শেয়ারে প্রভাব পড়েছে।

Image credits: social media
Bangla

ভোডাফোন আইডিয়ার পক্ষে রায়

ব্রোকারেজ সিটি হাউজ বলেছে যে সুপ্রিম কোর্ট যদি ভোডাফোন আইডিয়ার পক্ষে রায় দেয় তবে, এজিআর বকেয়া ৩৫ থেকে কমে ৩০ হাজার কোটি টাকা হতে পারে।

Image credits: social media
Bangla

ব্রোকারেজ সিটি হাউজ

ব্রোকারেজ সিটি হাউজ বলেছে স্টকটি বর্তমান মূল্য থেকে ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে দাবী করছে।

Image credits: social media
Bangla

BSE-তে ভোডাফোন আইডিয়ার শেয়ারের ৫২ সপ্তাহের উচ্চমূল্য হল ১৯.১৫ টাকা।

Image credits: Pexels
Bangla

ভোডাফোন আইডিয়া শেয়ার এক বছরে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করছে।

Image credits: Getty
Bangla

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ,

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Credits: Getty