Bangla

নভেম্বরে ব্যাঙ্ক ছুটি

নভেম্বর মাসে প্রায় ১৫ দিন বিভিন্ন কারণে ব্যাঙ্ক ছুটি। তারই মধ্যে রয়েছে কালীপুজো আর ভাইফোঁটাও।

Bangla

৫ নভেম্বর রবিবার

৫ নভেম্বর রবিবার। সেই কারণে বন্ধ দেশের অধিকাংশ ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

১০ নভেম্বর

ওয়াঙ্গালা উৎসবের জন্য শিলংএ বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

১১ নভেম্বর শনিবার

মাসের দ্বিতীয় শনিবার সেই কারণে ১১ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক

Image credits: Getty
Bangla

১. নভেম্বরে ব্যাঙ্ক ছুটি

নভেম্বর মাসে প্রায় ১৫ দিন বিভিন্ন কারণে ব্যাঙ্ক ছুটি। তারই মধ্যে রয়েছে কালীপুজো আর ভাইফোঁটাও।

Image credits: Getty
Bangla

১২ নভেম্বর

রবিবার পড়ায় সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ছুটি। 

Image credits: Getty
Bangla

১৩ নভেম্বর

এবার কালীপুজো রবিবার পড়েছে। তাই এই রাজ্যে ব্যাঙ্ক ছুটি নে। তবে ১৩ নভেম্বর লক্ষ্মীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Image credits: Getty
Bangla

১৪ নভেম্বর

প্রতিপদে ভাঁইফোঁটা , দিওয়ালি ও নববর্ষ উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। 

Image credits: Getty
Bangla

১৫ নভেম্বর

১৫ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষ্যে এই রাজ্য সব বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Image credits: Getty
Bangla

১৯ নভেম্বর

১৯ নভেম্বর রবিবার- বন্ধ ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

২০ নভেম্বর

২০ নভেম্বর ছট পুজোর জন্য বিহারে সরকারি ছুটি। এই রাজ্যেও সরকারি ছুটি। তবে খোলা থাকবে কিছু ব্যাঙ্ক ।

Image credits: Getty
Bangla

২৫ নভেম্বর

মাসের চতুর্থ শনিবার। সেই কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

২৬ নভেম্বর

রবিবার উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ছুটি। 

Image credits: Getty
Bangla

২৭ নভেম্বর

গুরুনানক জয়ন্তী কার্তিক পুর্ণিমা উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Image credits: Getty
Bangla

৩০ নভেম্বর

কর্ণাটক দিবস উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কর্ণাটকে।

Image Credits: Getty