Bangla

নভেম্বরে ব্যাঙ্ক ছুটি

নভেম্বর মাসে প্রায় ১৫ দিন বিভিন্ন কারণে ব্যাঙ্ক ছুটি। তারই মধ্যে রয়েছে কালীপুজো আর ভাইফোঁটাও।

Bangla

৫ নভেম্বর রবিবার

৫ নভেম্বর রবিবার। সেই কারণে বন্ধ দেশের অধিকাংশ ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

১০ নভেম্বর

ওয়াঙ্গালা উৎসবের জন্য শিলংএ বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

১১ নভেম্বর শনিবার

মাসের দ্বিতীয় শনিবার সেই কারণে ১১ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক

Image credits: Getty
Bangla

১. নভেম্বরে ব্যাঙ্ক ছুটি

নভেম্বর মাসে প্রায় ১৫ দিন বিভিন্ন কারণে ব্যাঙ্ক ছুটি। তারই মধ্যে রয়েছে কালীপুজো আর ভাইফোঁটাও।

Image credits: Getty
Bangla

১২ নভেম্বর

রবিবার পড়ায় সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ছুটি। 

Image credits: Getty
Bangla

১৩ নভেম্বর

এবার কালীপুজো রবিবার পড়েছে। তাই এই রাজ্যে ব্যাঙ্ক ছুটি নে। তবে ১৩ নভেম্বর লক্ষ্মীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Image credits: Getty
Bangla

১৪ নভেম্বর

প্রতিপদে ভাঁইফোঁটা , দিওয়ালি ও নববর্ষ উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। 

Image credits: Getty
Bangla

১৫ নভেম্বর

১৫ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষ্যে এই রাজ্য সব বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Image credits: Getty
Bangla

১৯ নভেম্বর

১৯ নভেম্বর রবিবার- বন্ধ ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

২০ নভেম্বর

২০ নভেম্বর ছট পুজোর জন্য বিহারে সরকারি ছুটি। এই রাজ্যেও সরকারি ছুটি। তবে খোলা থাকবে কিছু ব্যাঙ্ক ।

Image credits: Getty
Bangla

২৫ নভেম্বর

মাসের চতুর্থ শনিবার। সেই কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

২৬ নভেম্বর

রবিবার উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ছুটি। 

Image credits: Getty
Bangla

২৭ নভেম্বর

গুরুনানক জয়ন্তী কার্তিক পুর্ণিমা উপলক্ষ্যে কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Image credits: Getty
Bangla

৩০ নভেম্বর

কর্ণাটক দিবস উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কর্ণাটকে।

Image credits: Getty

প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার সময় কি ট্যাক্স কাটে? জানুন নিয়ম

জেনে নিন বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাঙ্কের তালিকা

মুকেশ অম্বানী থেকে আদানি অগাধ ধনসম্পত্তি, জানুন এঁদের বিদ্যের দৌড়

বিবাহিতদের এক লাখ টাকার পেনশন দেবে সরকার