Bangla

ডিজিটাল পেমেন্টে এক অসামান্য স্থান

ইউপিআই গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্টে এক অসামান্য স্থান অধিকার করেছে। ক্রমশই বেড়ে চলেছে এর জনপ্রিয়তা

Bangla

এর সবচেয়ে বড় সুবিধা

এতে লেনদেন এত দ্রুত এবং কম সময়ের মধ্যে হয় যে অনেকেই ইউপিআই-কে পছন্দ করছেন

Image credits: FB
Bangla

পিপিআই মার্চেন্ট বা প্রি-পেইড ইনস্টুমেন্টে আর্থিক লেনদেন

ইউপিআই-এর মাধ্যমে কি পিপিআই মার্চেন্টে আর্থিক লেনদেন করছেন। তাহলে এবার থেকে তৈরি হয়ে যান এতে সারচার্জের জন্য

Image credits: Getty
Bangla

ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেনে সারচার্জ নয়

লিখিত বিবৃতিতে এমনই কথা জানিয়েছে খোদ এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন-এ কোনও সারচার্জ দিতে হবে না

Image credits: Getty
Bangla

পিপিআই মার্চেন্ট বা প্রি-পেড মার্চেন্ট কি

কোনও একটি অনলাইন প্ল্যাটফর্মে একজন যে অর্থ জমা রাখেন এবং সেই অর্থের বিনিময়ে তিনি কোনও সার্ভিস ক্রয়ের সময় অর্থ খরচ করেন- সেই প্ল্যাটফর্মকে বলা হয় পিপিআই মার্চেন্ট

Image credits: Getty
Bangla

পিপিআই এখন জনপ্রিয় হয়ে উঠেছে

দেশে অনলাইন ডিজিটাল ট্রান্স্যাকশনের প্রচারে পিপিআই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত সরকারও এই ধরনের পিপিআই মার্চেন্টদের বৈধতা দিয়েছে

Image credits: Getty
Bangla

পিপিআই অ্যাকাউন্টে জমা রাখতে হয় টাকা

এই সমস্ত পিপিআই ওয়ালেটে কিছু অর্থ জমা করতে হয়। কেউ এই অর্থ জমা রাখেন ইউপিআই ট্রান্স্যাকশনের মাধ্যমে কোনও এক অ্যাকাউন্ট থেকে অর্থ নিয়ে

Image credits: Getty
Bangla

আর কীভাবে পিপিআই-এ অর্থ ডিপোজিট

আবার কেউ ক্রেডিড কার্ড দিয়েও এই অর্থ ওই পিপিআই ওয়ালেটে জমা করে রাখেন। এইখানে অর্থ জমা রাখারও একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে। সেই মাত্রা-র বেশি অর্থ জমা করে রাখা যায় না

Image credits: Getty
Bangla

পিপিআই মার্চেন্ট কারা

যেমন পেটিএম, ফোন পে, মোবিকউইক, এয়ারটেল এবং আরও অনেক এমন পিপিআই মার্চেন্ট রয়েছে।

Image credits: Our own
Bangla

কীভাবে কাজ করে পিপিআই

অ্যাপ নির্ভর ক্যাব সার্ভিস নিয়েছেন। এতে চড়ার পর যে ভাড়া হবে সেটা এই পিপিআই অ্যাকাউন্ট থেকে মেটাতে পারবেন। অনলাইনে ডিজিটাল ট্র্যান্সাকশন হয়ে যাবে

Image Credits: Our own