Bangla

পিএম কিষান

এই বয়সের আগে টাকা মিলবে না। 

Bangla

পিএম কিষান প্রকল্প কি?

২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্প কৃষকদের প্রতি বছর ₹৬০০০ আর্থিক সাহায্য দেয়। এই টাকা তিন কিস্তিতে দেওয়া হয়।

Image credits: iSTOCK
Bangla

এই বয়সের আগে लाभ মিলবে না

১৮ বছরের কম বয়সী কৃষকদের এই প্রকল্পের लाभ মিলবে না। ১৮ বছর বয়স পার হওয়া বাধ্যতামূলক।

Image credits: iSTOCK
Bangla

কি উচ্চতম বয়সসীমা?

এই প্রকল্পে কোনও উচ্চতম বয়সসীমা নেই। ১৮ বছরের বেশি যেকোনো কৃষক এর लाभ নিতে পারেন।

Image credits: iSTOCK
Bangla

কোন কৃষকরা लाभ পাবেন?

যাদের কৃষিযোগ্য জমি আছে এবং যারা আয়কর দেন না।

Image credits: iSTOCK
Bangla

এই কৃষকরা लाभ পাবেন না

ভাড়ায় চাষকারী, সরকারি চাকরিজীবী এবং আয়কর প্রদানকারী ছাড়াও ১০,০০০ এর বেশি পেনশন প্রাপ্তরা।

Image credits: iSTOCK
Bangla

আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য নিন

কোনও প্রকল্পে আবেদন করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন। তারপর পরবর্তী পদক্ষেপ নিন।

Image credits: iSTOCK

PAN-Aadhar: কীভাবে প্যান-আধারের তথ্য সুরক্ষিত রাখবেন? জেনে নিন উপায়

Gold Jewelry Low Price: কম দামে সোনা কিনুন অক্ষয় তৃতীয়ায়

Earning Tips: রবিবারে ফোন ঘেঁটে ঘেঁটে রোজগার করুন টাকা! রইল দারুণ ১০ টিপস

মুদি থেকে গ্যাস, এই ১০ অ্যাপে মাসে বাঁচান ২০০০ টাকা