এই বয়সের আগে টাকা মিলবে না।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্প কৃষকদের প্রতি বছর ₹৬০০০ আর্থিক সাহায্য দেয়। এই টাকা তিন কিস্তিতে দেওয়া হয়।
১৮ বছরের কম বয়সী কৃষকদের এই প্রকল্পের लाभ মিলবে না। ১৮ বছর বয়স পার হওয়া বাধ্যতামূলক।
এই প্রকল্পে কোনও উচ্চতম বয়সসীমা নেই। ১৮ বছরের বেশি যেকোনো কৃষক এর लाभ নিতে পারেন।
যাদের কৃষিযোগ্য জমি আছে এবং যারা আয়কর দেন না।
ভাড়ায় চাষকারী, সরকারি চাকরিজীবী এবং আয়কর প্রদানকারী ছাড়াও ১০,০০০ এর বেশি পেনশন প্রাপ্তরা।
কোনও প্রকল্পে আবেদন করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন। তারপর পরবর্তী পদক্ষেপ নিন।
PAN-Aadhar: কীভাবে প্যান-আধারের তথ্য সুরক্ষিত রাখবেন? জেনে নিন উপায়
Gold Jewelry Low Price: কম দামে সোনা কিনুন অক্ষয় তৃতীয়ায়
Earning Tips: রবিবারে ফোন ঘেঁটে ঘেঁটে রোজগার করুন টাকা! রইল দারুণ ১০ টিপস
মুদি থেকে গ্যাস, এই ১০ অ্যাপে মাসে বাঁচান ২০০০ টাকা