Bangla

'আমার একমাত্র সত্য'

প্রেমিকার জন্মদিনে শুধুই কি রোমান্টিক বার্তা? না! দেব রুক্মিণীকে দিলেন তার চেয়েও বেশি কিছু

Bangla

'আমার একমাত্র সত্য'

সব অপেক্ষার শেষে মিষ্টি বার্তা দিলেন দেব। সত্যবতী রুক্মিণীর প্রথম পোস্টার সামনে এল। দেবের সারপ্রাইজে দরুণ খুশি ভক্তরা।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

ভালোবাসার মানুষের জীবনের এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুললেন দেব। আগামী দিনে রুক্মিনীর জীবনে আরও অনেক উন্নতি হোক সেই কামনাই করেছেন ব্যোমকেশ দেব।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

খোলা চুলে শাখা-সিঁদুরে আটপৌরে গৃহবধূ রুক্মিণী গর্ভবতী। সত্যবতীর প্রথম ঝলক শেয়ার করে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেব।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

পোস্টার ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেব ক্যাপশানে লিখেছেন আমার প্রথম সত্য। যে সত্য সত্যবতীও বটে, আবার দেবের জীবনের অন্যতম সত্যও বটে।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

এমনিতেই দেব রুক্মিণী জুটিকে পর্দার বাইরেও বেশ পছন্দ করেন ভক্তরা। সেই টলিউড ডিভার জন্মদিনে তাই শুভেচ্ছার ঢল নেমেছে।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

কিছুদিন আগেই শেষ হয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র চতুর্থ পর্যায়ের শ্যুটিং। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন খোদ দেব।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

আগামী ১১ অগাস্ট বড়পর্দায় ব্যোমকেশ আর সত্যবতীর লুকে ধরা দিতে আসছেন দেব আর রুক্মিণী। বড় পর্দায় ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখার অপেক্ষায় বাঙালি দর্শক।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

শ্যুটিং শেষে দেব প্রথমবার প্রকাশ্যে ব্যোমকেশের বেশে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় সঙ্গে শেয়ার করেছিলেন। দেব ঘোষণা করেন, তাঁর নতুন ছবি মুক্তির দিনক্ষণও।

Image credits: Our own
Bangla

'আমার একমাত্র সত্য'

সব মিলিয়ে নতুন ছবির পোস্টার আর প্রেমিকার জন্মদিনের উদযাপনে ফেল ভালবাসায় মাতলেন এই দুই টলি সেনসেশন। তুলে ধরলেন কিছু অদেখা ছবি।

Image credits: Our own

Jaya Ahsan: নানা রঙের পোশাকের আদলে নজর কাড়লেন টলি-অভিনেত্রী জয়া এহসান

সর্বঋতুর মাঝে এক 'ঋতু'তেই সমৃদ্ধ টলিউড

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কিছু বিখ্যাত উক্তি

তুমি না থাকলে বাঙালি আজ গর্বিত হতো না! 'মহারাজা তোমারে সেলাম'