Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

শুধু বাংলা নয় গোটা ভারতীয় চলচ্চিত্রে  অন্য মাত্রা এনে দিয়েছিলেন ঋতুপর্ণ। ২১ বছরের ফিল্ম কেরিয়ারে একাধিক মন ভাল করা ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

প্রায় ২৬ টা সিনেমার পরিচালনা করেছেন তিনি। যার মধ্যে ১১ টা সিনেমার জন্য জাতীয় পুরষ্কার পেয়েছেন এই কিংবদন্তী শিল্পী ঋতুপর্ণ ঘোষ।

Image credits: Facebook
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

জেন্ডার বাইনারির বাইরে বেরিয়ে, নারী-পুরুষের সম্পর্ককে আলাদা মাত্রা দিয়েছেন তিনি। আজ ঋতুপর্ণ ঘোষের দশম প্রয়াণবার্ষিকী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর থেকে বেশি মনে হয় কেউ চিনত না।

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

২০১৩ সালে তাঁর আকম্বিক চলে যাওয়া, বাংলা চলচ্চিত্র জগতকে ক্ষতবিক্ষত করেছে। ১৯৯২ সালে ‘হীরের আংটি’ ছবির মাধ্যমে পথ চলা শুরু। তাঁর পর গোটা ভারত পেয়েছে একের পর এক অন্য মাত্রার ছবি।

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

১৯৯৫ সালে ‘উনিশে এপ্রিল’ ছবির জন্য প্রথম জাতীয় পুরষ্কার পান। এরপর ১৯৯৮ সালে ‘দহন’ সিনেমার জন্য দুটি বিভাগে দ্বিতীয় বারের জন্য জাতীয় পুরষ্কার পান।

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

দহন সিনেমার পর ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে ৫ বার জাতীয় পুরষ্কার পান ঋতুপর্ণ। ছবিগুলি ছিল ‘অসুখ’, ‘উৎসব’, ‘শুভ মহরৎ’, ‘চোখের বালি’ এবং রেনকোট

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

রবীন্দ্রনাথ ঠাকুরের নোভেল-এর উপর ভিত্তি করে তৈরি চোখের বালি ছবিটি বেশ চর্চিত হয়। ছবিতে ঐশ্বর্য রাইয়ের অভিনয় বেশ প্রশংসা পায়। 

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

‘রেনকোট’ সিনেমাতে অজয় দেভগন এবং ঐশ্বর্য রাইয়ের প্রেমকে এক আলাদা মাত্রা দেন পরিচালক ঋতুপর্ণ। ছবিটি সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরষ্কার পায়।

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

২০০৮ থেকে ২০১০ এর মধ্যে ৩ টি সিনেমার জন্য জাতীয় পুরষ্কার পান ঋতুপর্ণ। ছবিগুলি ছিল ‘দ্যা লাস্ট লেটার’, ‘সব চরিত্র কাল্পনিক’ এবং ‘আবহমান’।

Image credits: Getty
Bangla

সৃষ্টিশীলতার আরেক নাম 'ঋতুপর্ণ'

২০১২ সালে শেষবারের জন্য জাতীয় পুরষ্কার পেলেন ‘চিত্রাঙ্গদা’ সিনেমার জন্য। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ঋতুপর্ণ।

Image Credits: Facebook