একদিকে দুর্গাপুজো, অন্যদিকে বাংলা সিনে জগতে সৃজিত- প্রসেনজিৎ যৌথ উপস্থাপনা…
চোখ থেকে কান, টলিউডের আগাগোড়া এখন শুধুই ‘দশম অবতার’-এ মুখর।
সেই ‘দশম অবতার’-এর তুরুপের তাস হলেন জয়া এহসান।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে জয়া-র চরিত্রটি বিশদে জানার জন্য দর্শকদের আগ্রহের শেষ নেই।
সেই ছবির প্রিমিয়ারেই জমকালো শাড়িতে দেখা গেল সিনেমার নায়িকাকে।
শিমারি শাড়ির সঙ্গে বিশেষ নজর আকর্ষণ করেছে তাঁর আঙুলের পাথর- খচিত আঙটিটিও।
দেহের সঙ্গে মিশে থাকা বেইজ রঙের ব্লাউজটিও ঝকমকে পাথরকুচির কাজে উজ্জ্বল।
বৃহস্পতিবারই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ছবি ‘দশম অবতার’।
বাংলার প্রথম ‘পুলিশি দুনিয়া’-র মুক্তিকালে দুর্গাপুজোর প্রাক মুহূর্ত উপলক্ষ্যেও জয়ার সাজ চড়িয়েছে উত্তেজনার পারদ।
ফ্যাশনিস্তা হিসেবেও তাঁর ন্যুড লিপস্টিকের হাসি, নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে।
Durnibar Mohor: দেবীপক্ষে দুর্নিবার-মোহরের দাম্পত্যে 'আগমনী' সুর
Durga Puja 2023: ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, আর সোহিনী
জেনে নিন টলিউডের কোন নায়িকার শিক্ষাগত যোগ্যতা কী
বিচ্ছেদের পর কতটা মিলল মানসিক শান্তি? জানালেন বাংলাদেশী নায়িকা পরীমনি