Bangla

ঋতুপর্ণা সেনগুপ্ত

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতকতা অর্জন করেন।

Bangla

কোয়েল মল্লিক

গোখেল মেমোরিয়াল কলেজের ছাত্রী ছিলেন কোয়েল। সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

Image credits: our own
Bangla

নুসরত জাহান

ভবানীপুর কলেজ থেকে বি.কম অনার্স ডিগ্রি অর্জন করেন টলিউড নায়িকা নুসরত জাহান।

Image credits: our own
Bangla

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Image credits: Instagram
Bangla

রুক্মিনী মৈত্র

রুক্মিনী মৈত্রর শিক্ষাগত যোগ্যতা এমবিএ। কেলরলের আইআইএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে রুক্মিনী মৈত্র এমবিএ করেন।

Image credits: Instagram
Bangla

মিমি চক্রবর্তী

আশুতোষ কলেজের ছাত্রী ছিলেন মিমি চক্রবর্তী। সেখান থেকে গ্র্যাজুয়েশন করেন নায়িকা।

Image credits: instagram
Bangla

পাওলি দাম

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিদ্যাসাগর কলেজ থেকে রসায়ন বিষয় স্নাতক হন পাওলি দাম।

Image credits: instragram
Bangla

স্বস্তিকা মুখোপাধ্যায়

যাবদপুর থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Image credits: instragram
Bangla

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুধু মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। এক সময় এই শিক্ষাগত যোগ্যতার জন্য সকলে হাসির পাত্র হয়েছিলেন তিনি।

Image credits: instragram
Bangla

পায়েল সরকার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন পায়েল সরকার। তিনি যাদবপুর থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

Image credits: instragram

বিচ্ছেদের পর কতটা মিলল মানসিক শান্তি? জানালেন বাংলাদেশী নায়িকা পরীমনি

'বিউটি ইন ব্ল্যাক,' সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ফের মা হতে চলা শুভশ্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কতটা ঋদ্ব বাংলা চলচ্চিত্র জগত

মৃত্যুদিবসে ফিরে দেখা স্মৃতিতে অমলিন উত্তম কুমার-কে