২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে নামসি চক্রবর্তীর প্রথম ছবি ব্যাড বয়। বলিউডে এতদিন সিনেমা পরিচালকদের সঙ্গে সহকারী পরিচালক বা প্রোডাকশন ইউনিটের হেল্পার হিসাবে কাজ করছিলেন। এবার সরাসরি অভিনয়ে
নামসির বিপরীতে নায়িকা আমরিন। এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, জনি লিভার, রাজেশ শর্মা, রাজপাল যাদব এবং দর্শন জারিওয়ালা
কলকাতার কেনিলওয়ার্থ হোটেলে হয় ব্যাড বয়-এর প্রোমোশন। যেখানে ইউনিটের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা না থাকলেও নামসি ও আমরিন-এর সঙ্গে দেখা যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে
রাজকুমার সন্তোষীর একটা সময় একাধিক বলিউড ব্লক বাস্টার ছবির জন্মদাতা ছিলেন। সানি দেওল এবং মীণাক্ষি শেষাদ্রী-কে ফিল্মি কেরিয়ারের উচ্চ শিখর স্পর্শ করানোতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ
এই ছবির পরিচালক রাজকুমার সন্তোষী, ছবিটি প্রযোজনা করছেন আঞ্জুম কুরেশি ও সাজিদ কুরেশি। হোলির সময় মুম্বই-এ ব্যাড বয়-এর টিজারও লঞ্চ হয়েছে
সন্দেহ নেই যে নামসির লাভ ইন্টারেস্ট হিসাবে এই ছবিতে রয়েছেন আমরিন। তিনি অতি সজ্জন এবং অত্যন্ত ভদ্র ও পড়াশোনায় চূড়ান্ত ভালো এক মেয়ে। যার রূপ ও গুণ মুগ্ধ করে দিয়েছে এক বখাটে ছেলেকে
ছবির গল্প আবর্তিত হয়েছে এক বখাটে ছেলেকে নিয়ে। যে মধ্যবিত্ত ঘরের এক্কেবারে বকে যাওয়া একটা ছেলে। এই ছেলেই আচমকা একদিন এমন এক মেয়ের প্রেমে পড়ে যে স্বভাব-চরিত্র হাজার গুণ ভালো
মিঠুন চক্রবর্তী নামটা শুনলে আজও সকলে বুকে হাত দিয়ে মাথা নত করে। কারণ মিঠুনের অভিনয়ের সঙ্গে ছিল অসামান্য নাচ। ব্যাড বয়-এ নাকি বাবা-রই নাচের ঝলক দেখা যাবে নামসির মধ্যে
সন্তোষী-র টিম-এর দাবি ব্যাড বয়-এর সম্পদ দুরন্ত ফার্স্ট সঙ, বর্তমান জেনারেশনের কথা মাথায় রেখে বানানো হয়েছে। নামসির শরীরি হিল্লোল তরুণ-তরুণীদের হৃদয়ে দোলা তুলবে বলেই মনে করা হচ্ছে
গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও জ্যোতিকা ট্যাঙ্গরি। ছবির শ্যুটিং-এর অনেকটা অংশ জুড়ে রয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। । সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া।