ওয়েব সিরিজের এখন পরিচিত মুখ শ্রীনিক আরোরা। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শুরু করেছে সে।
২০২১ সালে প্রথম একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শ্রীনিক আরোরাকে
‘আধুরা’ সিরিজের প্রধান চরিত্রে নজর কেড়েছেন শ্রীনিক আরোরা।
১১ বছর বয়সী এক বাচ্চার এমন অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ সকলে।
সিরিজে নজর কেড়েছে তাঁর চোখের চাহুনি। তার ধূসর চোখের মণি নজর কেড়েছে সকলে।
অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছ আধুরা। এক ভৌতিক কাহিনি নিয়ে তৈরি এই সিরিজ।
অন্য দিকে নাইট ম্যানেজার সিরিজে দেখা গিয়েছে শ্রীনিক আরোরাকে।
অনিল কাপুরের ছেলে চরিত্রে অভিনয় করেছেন শ্রীনিক আরোরা। স্ক্রিন শেয়ার করেছেন আদিত্য রায় কাপুরের সঙ্গে।
আধুরা ওয়েব সিরিজের অডিশনে ২০০ ছাত্রের মধ্য থেকে তাঁকে নির্বাচন করেন আধুনার ডিরেক্টর অনন্যা ব্যানার্জি।
তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মুগ্ধ হয়েছিলেন পরিচালক অনন্যা ব্যানার্জি।
সলমন থেকে প্রভাস- দেখে নিন বলিউডের Most Eligible Bachelors কারা
ছোট বয়সে কেমন ছিলেন প্রিয়াঙ্কা? রইল নায়িকার বেশ কিছু অদেখা ছবি
Birthday Special: জেনে নিন কত কোটির মালিক প্রিয়াঙ্কা চোপড়া
দেখে নিন কোন বলিউড পরিচালক ছবি বানাতে কত কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন