Bangla

আমিরের ঝাঁ চকচকে নতুন চারটি ছবি, তিনটি মুক্তি পেতে চলেছে এই বছরেই!

আমির খান আবারও তাঁর স্বপ্নের প্রোজেক্ট মহাভারত নিয়ে আলোচনায়। জেনে নিন আমিরের আসন্ন সিনেমা সম্পর্কে।

Bangla

আমির খানের আসন্ন প্রোজেক্ট নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে

আমির খান বলিউডের সেই তারকা, যাঁর ছবির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। তিন বছর ধরে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। এবার তিনি চারটি ছবিতে কাজ করছেন।

Image credits: Social Media
Bangla

মহাভারত ছবিকে তাঁর স্বপ্নের প্রোজেক্ট বলে উল্লেখ করেছেন আমির খান

আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে তিনি তাঁর এই স্বপ্নের প্রোজেক্টে কাজ শুরু করতে পারেন। মনে করা হচ্ছে, ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

Image credits: Social Media
Bangla

তামিল ছবি কুলিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে আমির খানকে

লোকেশ কনগরাজ পরিচালিত এই তামিল ছবিটি এই বছর বিশ্বব্যাপী মুক্তি পাবে, যেখানে রজনীকান্ত মুখ্য ভূমিকায় এবং আমির খানের বিশেষ উপস্থিতি থাকবে।

Image credits: Social Media
Bangla

বিখ্যাত ছবি তারে জমিন পর-এর সিক্যুয়েল সিতারে জমিন পর-ও মুক্তি পাবে

আর এস প্রসন্ন পরিচালিত ছবিটি এই বছর ডিসেম্বরে মুক্তি পেতে পারে। ছবিতে আমির খান এবং জেনেলিয়া ডিসুজা মুখ্য ভূমিকায় থাকবেন। এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'তারে জমিন পর'-এর সিক্যুয়েল।

Image credits: Social Media
Bangla

আমির খানের অপর এক হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে, যেটির নাম লাহোর ১৯৪৭

রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সানি দেওল মুখ্য ভূমিকায়। প্রযোজক হিসেবে আমির খানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ছবিটি এই বছর জুনে মুক্তি পেতে পারে।

Image credits: Social Media
Bangla

প্রযোজক হিসেবে আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে এক দিন

প্রযোজক হিসেবে আমির খানের পরবর্তী ছবি 'এক দিন', যেখানে জুনায়েদ খান মুখ্য ভূমিকায় এবং সাই পল্লবী নায়িকা হিসেবে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন সুনীল পান্ডে।

Image credits: Social Media

ভাগ্যশ্রীর মতো গয়না পরুন, সাড়ির জৌলুস বাড়িয়ে তুলুন

৮ দিনে বক্স অফিসে রেকর্ড গড়ল 'ছাবা', দেখে নিন কত আয় করল ছবিটি

সঞ্জয় দত্ত কার উপর ভরসা করতেন, জেলে যাওয়ার আগে কাকে দিলেন দায়িত্ব

আদর জৈনের মেহেদিতে হাজির কাপুর পরিবার, কিন্তু কোথায় কারিনা-আলিয়া?