Bangla

এখনও পর্যন্ত আটজন ভারতীয় অস্কার জিতেছেন, তাঁদের মধ্যে আছেন এ আর রহমান

৩ মার্চ ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার ২০২৫ অনুষ্ঠিত হবে। তার আগে জেনে নিন আটজন ভারতীয় সম্পর্কে যাঁরা অস্কার জিতেছেন।

Bangla

প্রথম ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার জেতেন পোশাক শিল্পী ভানু আথাইয়া

প্রথম ভারতীয় হিসেবে ১৯৮২ সালে 'গান্ধী' ছবির জন্য ভানু আথাইয়া সেরা পোশাক ডিজাইনারের অস্কার পুরস্কার পেয়েছিলেন।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায়

চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য ১৯৯২ সালে অস্কার পুরস্কার পান বাঙালির গর্ব সত্যজিৎ রায়।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

হিন্দি গান লেখার জন্য ২০০৯ সালে অস্কার জেতেন সারা দেশে শ্রদ্ধেয় গুলজার

প্রখ্যাত পরিচালক এবং গীতিকার সম্পূর্ণ সিং কালরা ওরফে গুলজারকে ২০০৯ সালে 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবির 'জয় হো' গানের জন্য সেরা মৌলিক গান বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

২০০৯ সালে গুলজারের সঙ্গেই অস্কার জেতেন সঙ্গীতশিল্পী এ আর রহমান

২০০৯ সালে এ আর রহমান 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর জন্য দু'টি অস্কার পুরস্কার - সেরা মৌলিক স্কোর এবং সেরা মৌলিক গান (জয় হো)-এর পুরস্কার পেয়েছিলেন।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

'স্লামডগ মিলিয়নেয়ার'-এর জন্যই অস্কার পুরস্কার পান রেসুল পুকুট্টি

২০০৯ সালে রেসুল পুকুট্টি 'স্লামডগ মিলিয়নেয়ার'-এর জন্য সেরা সাউন্ড মিক্সিং-এর অস্কার পুরস্কার পেয়েছিলেন।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

২০২৩ সালে 'RRR' ছবির 'নাটু নাটু' গানের জন্য অস্কার পান এম এম কীরবানী

২০২৩ সালে 'RRR' ছবির 'নাটু নাটু' গানের জন্য এম এম কীরবানী সেরা মৌলিক গানের অস্কার পেয়েছিলেন।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

২০২৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেই 'RRR'-এর জন্য অস্কার পান চন্দ্রবোস

'RRR' (২০২৩) ছবির 'নাটু নাটু' গানের জন্য চন্দ্রবোসকে সেরা মৌলিক গানের অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল।

Image credits: সোশ্যাল মিডিয়া
Bangla

'দ্য হোয়াইট এলিফ্যান্ট'-এর জন্য অস্কার পুরস্কার পান কার্তিকী গুনীত

'দ্য হোয়াইট এলিফ্যান্ট' (২০২৩)-এর জন্য কার্তিকী গোন্জালভিস এবং গুনীত মোঙ্গা সেরা তথ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য ছবির অস্কার পেয়েছিলেন।

Image credits: সোশ্যাল মিডিয়া

মাত্র ১০০ টাকায় কিয়ারার মত স্টাইলিশ কানের দুল পেয়ে যাবেন

কিয়ারার মতো ফর্মাল পোশাকে নজর কাড়ুন সকলের, রইল ছবি

এই গরমে রণবীর কাপুরের মত কুর্তা পরতেই পরেন

গোবিন্দার স্ত্রী সুনীতা কী করেন, জানেন কত কোটি টাকার মালিক?