গোবিন্দার স্ত্রী সুনীতা কী করেন, জানেন কত কোটি টাকার মালিক?
Bollywood Feb 25 2025
Author: Sayanita Chakraborty Image Credits:Social Media
Bangla
৩৭ বছর পর গোবিন্দার থেকে আলাদা হচ্ছেন স্ত্রী সুনীতা
গোবিন্দার স্ত্রী সুনীতা ৩৭ বছর পর তাঁর থেকে আলাদা হচ্ছেন। বিভিন্ন প্রতিবেদনে এমন দাবি করা হচ্ছে। কিছুদিন ধরে আলাদা থাকা গোবিন্দা-সুনীতা নাকি বিবাহ বিচ্ছেদ করছেন।
Image credits: Social Media
Bangla
গোবিন্দার স্ত্রী সুনীতার পুরো নাম কী?
গোবিন্দার স্ত্রী সুনীতার পুরো নাম সুনীতা মুঞ্জাল। প্রতিবেদন অনুযায়ী, তিনি অর্ধেক পাঞ্জাবি এবং অর্ধেক নেপালি বংশোদ্ভূত এবং খ্রিস্টান ধর্মাবলম্বী।
Image credits: Social Media
Bangla
কত বছর বয়সী গোবিন্দার স্ত্রী সুনীতা?
প্রতিবেদন অনুযায়ী, সুনীতা মুঞ্জাল আহুজার জন্ম ১৯৬৭ সালে এবং সেই হিসেবে ২০২৫ সালে তিনি ৫৭ বছর বয়সী হয়েছেন।
Image credits: Social Media
Bangla
আগে থেকেই গোবিন্দার আত্মীয়া সুনীতা
সুনীতা গোবিন্দার স্ত্রী হওয়ার আগে থেকেই তাঁর আত্মীয়া। তিনি গোবিন্দার মামা আনন্দ আহুজার স্ত্রীর ছোট বোন। অর্থাৎ সুনীতাকে বিয়ে করে গোবিন্দা নিজের মামার ভায়রাভাই হয়েছেন।
Image credits: Social Media
Bangla
গোবিন্দার স্ত্রী সুনীতা কী করেন?
সুনীতার পেশা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কিছু প্রতিবেদন অনুযায়ী, তিনি গৃহিণী। আয়ের জন্য তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন।
Image credits: Social Media
Bangla
গোবিন্দার স্ত্রী সুনীতার সম্পত্তি কত?
বলা হয় যে বর্তমানে সুনীতা মুঞ্জালের মোট সম্পত্তি প্রায় ২৫-৩০ কোটি টাকা। অন্যদিকে গোবিন্দার সম্পত্তি ১৪০ কোটি টাকা বলা হয়।