১৮ বছর বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেন কাজল। বর্তমানে সফল অভিনেত্রী হলেও কেরিয়ারের শুরুটা সহজ ছিল না।
প্রথম ছবি বেখুদি। তারপর মুক্তি পায় বাজিগর।
আগে তিনি চশমা পরতে। জোড়া ভুরু ছিল তাঁর। চেহারা ছিল মোটা।
গায়ের রং ছিল কালো। সে কারণে অনেকের কাছে কটাক্ষ শুনতে হত কাজলকে।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই দিনগুলোর কথা জানান নায়িকা।
অনেক আগে থেকেই শরীরের ওজন ও গায়ের রং নিয়ে কথা শুনতে হত কাজলকে।
বলেন, আমার মনে হয় বিষটি নিয়ে আমাকে তেমন মাথা ঘামাতে হয়নি। এই সমস্ত কটাক্ষকে আমি কোনওদিনই পাত্তা দিতাম না।
তিনি বলেন, ভাবতাম যে মানুষজন এটা বলছে আমি তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী।
তিনি জানান, সর্বদা আত্মবিশ্বাসী ছিলেন কাজল।
আত্মবিশ্বাসের কারণে সফল হয়েছেন তিনি।
বলিউডের সম্ভাবনাময়ী তারকা: আলায়া এফ-কে দেখে বললেন প্রিয়াঙ্কা চোপড়া
সলমনের সঙ্গে ডেটিং প্রসঙ্গে নিয়ে মুখ খুলনেন পূজা, দেখে নিন কী বললেন
কেন নিজের ফোন থেকে সলমন খানের নম্বর ব্লক করে দিয়েছিলেন শেহনাজ় গিল?
হট পেরেন্টস-র তকমা পেলেন প্রিয়াঙ্কা ও নিক, জেনে নিন কেন