Bangla

বলিউড যাত্রা

১৮ বছর বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেন কাজল। বর্তমানে সফল অভিনেত্রী হলেও কেরিয়ারের শুরুটা সহজ ছিল না।

Bangla

প্রথম ছবি

প্রথম ছবি বেখুদি। তারপর মুক্তি পায় বাজিগর।

Image credits: Social Media
Bangla

চেহারা

আগে তিনি চশমা পরতে। জোড়া ভুরু ছিল তাঁর। চেহারা ছিল মোটা।

Image credits: Social Media
Bangla

গায়ের রং

গায়ের রং ছিল কালো। সে কারণে অনেকের কাছে কটাক্ষ শুনতে হত কাজলকে।

Image credits: Social Media
Bangla

সাক্ষাৎকার

সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই দিনগুলোর কথা জানান নায়িকা।

Image credits: Social Media
Bangla

ওজন ও গায়ের রং

অনেক আগে থেকেই শরীরের ওজন ও গায়ের রং নিয়ে কথা শুনতে হত কাজলকে।

Image credits: Social Media
Bangla

তিনি বলেন

বলেন, আমার মনে হয় বিষটি নিয়ে আমাকে তেমন মাথা ঘামাতে হয়নি। এই সমস্ত কটাক্ষকে আমি কোনওদিনই পাত্তা দিতাম না।

Image credits: Social Media
Bangla

নায়িকা জানান

তিনি বলেন, ভাবতাম যে মানুষজন এটা বলছে আমি তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী।

Image credits: Social Media
Bangla

আত্মবিশ্বাস

তিনি জানান, সর্বদা আত্মবিশ্বাসী ছিলেন কাজল।

Image credits: Social Media
Bangla

সাফল্যের কারণ

আত্মবিশ্বাসের কারণে সফল হয়েছেন তিনি।

Image credits: Social Media

বলিউডের সম্ভাবনাময়ী তারকা: আলায়া এফ-কে দেখে বললেন প্রিয়াঙ্কা চোপড়া

সলমনের সঙ্গে ডেটিং প্রসঙ্গে নিয়ে মুখ খুলনেন পূজা, দেখে নিন কী বললেন

কেন নিজের ফোন থেকে সলমন খানের নম্বর ব্লক করে দিয়েছিলেন শেহনাজ় গিল?

হট পেরেন্টস-র তকমা পেলেন প্রিয়াঙ্কা ও নিক, জেনে নিন কেন