কিসি কা ভাই, কিসি কি জান
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

'কিসি কা ভাই, কিসি কি জান'-এ সলমন খানের বিপরীতে কাজ করেছেন শেহনাজ গিল

কিসি কা ভাই, কিসি কি জান
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

অথচ, এই শেহনাজই নাকি একসময়ে ব্লক করে দিয়েছিলেন সলমন খানের ফোন নম্বর!!

Image credits: instagram
কিসি কা ভাই, কিসি কি জান
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

শুনে আশ্চর্য মনে হলেও এই ঘটনাটা দর্শকদের উদ্দেশে শুনিয়েছেন অভিনেত্রী নিজেই।

Image credits: instagram
কিসি কা ভাই, কিসি কি জান
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

সলমন খানের শো ‘বিগ বস-১৩’ থেকেই ভাইজানের সাথে শেহনাজ গিলের সম্পর্ক বেশ মিষ্টিমধুর। 

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

তারপর একসময়ে পঞ্জাবের অমৃতসরে বাস করছিলেন শেহনাজ।

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

সেই সময়েই তাঁকে ফোন করেন বলিউডের ভাইজান সলমন খান।

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

সলমনের ফোন নম্বর তাঁর ফোনে ‘আননোন নম্বর’ হিসেবে দেখাতেই ওই নম্বর থেকে কল আসা ব্লক করে দেন শেহনাজ গিল।

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

এরপর সলমন খান তাঁর নম্বরে একটি মেসেজ পাঠান।

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

ওই মেসেজে সলমন লেখেন তাঁর পরবর্তী ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এ শেহনাজের সাথে কাজ করার কথা। 

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

অভিনেত্রী তখন বিশেষ মোবাইল অ্যাপে ওই আননোন নম্বরটি সার্চ করে দেখতে পান যে, সেটি সত্যিই সলমন খানের নম্বর।

Image credits: instagram
Bangla

কিসি কা ভাই, কিসি কি জান

উত্তেজনায় তখনই পালটা সলমনকে ফোন করেন শেহনাজ গিল এবং তিনিই মনোনীত হন এই ছবির নায়িকার চরিত্রে।

Image credits: instagram

হট পেরেন্টস-র তকমা পেলেন প্রিয়াঙ্কা ও নিক, জেনে নিন কেন

‘বাবা-ছেলের শয্যাসঙ্গীনি ছিলেন সেলিনা’, মন্তব্যের পাল্টা জবাব নায়িকার

বিশেষ বন্ধুর সঙ্গে দুবাই ট্রিপে খুশি কাপুর, রইল তারই ছবি

বাড়িতে প্রথমবার এল ছেলে 'বায়ু', তার আগমনে নতুন রূপে সাজল সোনমের ঘর