অল্প বয়সে পা দিয়েছেন বলিউডে। কেরিয়ারের শুরু থেকেই পেয়েছেন সাফল্য।
স্টুডেন্টি অফ দ্য ইয়ার দিয়ে বলিউডে পা রাখা। এর পর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
শেষ, তাঁর অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওবাড়ি বলিউডে পেয়েছে ব্যাপক সাফল্য।
কেরিয়ারের শুরু থেকে পেয়েছেন বহু সম্মানও। দর্শদের ভালোবাসা থেকে পুরস্কার পেয়েছেন সব সময়।
কেরিয়ারের এক সাফল্যের পর তাঁর মতে তাঁর জীবনের সেরা প্রাপ্তি অন্য কিছু।
২৯- এ মা হয়েছেন আলিয়া। মেয়ের বয়স এখন ৬ মাস।
মেয়ের কিছু অভ্যেস তাঁর জীবনের সেরা প্রাপ্তি বলে জানান আলিয়া।
এক সাক্ষাৎকারে বলেন, মা হওয়ার পর ধৈর্য্য বেড়েছে। বললেন, তাঁর মেয়ে এখন ধীরে ধীরে বড় হচ্ছে।
মেয়ে তাঁর মুখ স্পর্শ করতে শিখেছে। যখনই আলিয়া তাঁকে খাওয়ায় তখন রাহা তাঁর মুখ স্পর্শ করে।
মেয়ের এই আচরণই তাঁর জীবনের সেরা প্রাপ্তি।
Kriti Sanon: শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন কৃতি শ্যানন, রইল তাঁর হট ছবি
নো মেকআপ লুকে দীপিকা, মুম্বই এয়ারপোর্টে দেখা গেল নায়িকাকে
কে বলবে বয়স ৪৭, কালো পোশাকে নজর কাড়লেন শিল্পা শেট্টি
Mrunal Thakur: উষ্ণতার পারদ চড়াচ্ছেন মৃণাল ঠাকুর, রইল তাঁর হট ছবি