সম্প্রতি, কালো রঙের পোশাকে দেখা গেল শিল্পা শেট্টিকে।
নায়িকার বয়স যে ৪৭ তা বোঝা বেশ কঠিন।
এক অনুষ্ঠানে কালো রঙের ওয়ান পিসে হাজির হয়েছিলেন শিল্পা।
কালো পোশাকের সঙ্গে পরেছিলেন হালকা জুয়েলারি। পায়ে ছিল ম্যাচিং জুতো।
তাঁকে দেখে চমক পেয়েছেন সকলে। ৪৭-এ এমন লুক ধরে রাখা কঠিন।
এদিকে ফের রূপোলি পর্দায় ফিরছেন নায়িকা। সব সময় খবরে থাকলেও সেভাবে কাজ করতে দেখা যায় না তাঁকে।
এবার দক্ষিণী ছবিতে কাজ করছেন শিল্পা শেট্টি।
শিল্পার কামব্যাকের খবরে বেশ খুশি তাঁর ভক্তরা।
১৮ বছর পর ফের দক্ষিণী ছবিতে কাজ করবেন শিল্পা।
Mrunal Thakur: উষ্ণতার পারদ চড়াচ্ছেন মৃণাল ঠাকুর, রইল তাঁর হট ছবি
জেনে নিন বিয়ের আগে রাঘবের সঙ্গে কোথায় কোথায় ডেটিং-এ গেলেন পরিণীতি
২০৮ কোটির নেকলেস, প্রিয়াঙ্কার গলার হার নজর কাড়ল সকলের
পাঁচ বলি অভিনেত্রী বিকিনি লুকে নেট দুনিয়ায় ছড়িয়েছেন উষ্ণতার ছোঁয়া