বলিউড তারকা মৌনী রায়কে বেশিরভাগ সময়ই পশ্চিমী পোশাকে দেখা যায়। তবে তিনি শাড়ি পরেও মোহময়ী হয়ে ওঠেন।
উত্তরবঙ্গের মেয়ে মৌনী রায় সব ধরনের পোশাকই পরতে ভালোবাসেন। তাঁকে শাড়িতেও সুন্দর দেখতে লাগে।
চিরাচরিত পোশাক শাড়িকে আধুনিক ভঙ্গিতে পরেন মৌনী রায়। এতে তাঁর রূপ খুলে যায়।
মৌনী রায়কে বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রয়োজনে নানা ধরনের পোশাকে দেখা যায়। তবে অনেক অনুষ্ঠানেই তাঁকে শাড়িতে দেখা যায়।
বাঙালির ঐতিহ্যবাহী শাড়িতে মৌনী রায়কে একেবারে অন্যরকম দেখতে লাগছে।
শাড়ি, গয়না, ফুলের সাজে মৌনী রায়কে অনন্য সাধারণ দেখতে লাগছে। এই ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ।
ছোটপর্দায় অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন মৌনী রায়। পরবর্তীকালে তিনি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন।
হিন্দি ধারাবাহিক, হিন্দি ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মৌনী রায়।
মৌনী রায়ের ঠাকুর্দা শেখরচন্দ্র রায় যাত্রা-থিয়েটারে অভিনয় করতেন। মা মুক্তি রায়ও থিয়েটারে অভিনয় করতেন।
অভিনয়ের জন্য স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেননি মৌনী রায়। তিনি মুম্বই যাওয়ার পর আর দিল্লির কলেজে ফেরেননি।
ছবি হিট করতেই পারিশ্রমিক বাড়িয়েছেন এই আট তারকা, দেখে নিন এক ঝলকে
Kissing Scene -এ অভিনয় করার পর অস্বস্তিতে পড়েছিলেন এই ৮ তারকা
কালো পোশাকে চমক, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিগ বস ১৬ প্রতিযোগী টিনা
Must Watch তালিকায় অবশ্যই দেখুন আয়ুষ্মান খুরানা অভিনীত এই কয়টি হিট ছবি