Bangla

ঐতিহ্যবাহী শাড়িতে অনুরাগীদের মন জয় করলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়

বলিউড তারকা মৌনী রায়কে বেশিরভাগ সময়ই পশ্চিমী পোশাকে দেখা যায়। তবে তিনি শাড়ি পরেও মোহময়ী হয়ে ওঠেন।

Bangla

বাঙালি মেয়েদের শাড়িতে সবসময়ই দেখতে ভালো লাগে, মৌনীকেও মানিয়ে যায়

উত্তরবঙ্গের মেয়ে মৌনী রায় সব ধরনের পোশাকই পরতে ভালোবাসেন। তাঁকে শাড়িতেও সুন্দর দেখতে লাগে।

Image credits: Instagram
Bangla

ভারতীয় মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি, এই পোশাক ভালোবাসেন মৌনী রায়ও

চিরাচরিত পোশাক শাড়িকে আধুনিক ভঙ্গিতে পরেন মৌনী রায়। এতে তাঁর রূপ খুলে যায়।

Image credits: Instagram
Bangla

ছোটপর্দা ও বড়পর্দায় নানা পোশাক পরতে হয় মৌনী রায়কে, শাড়িও থাকে

মৌনী রায়কে বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রয়োজনে নানা ধরনের পোশাকে দেখা যায়। তবে অনেক অনুষ্ঠানেই তাঁকে শাড়িতে দেখা যায়।

Image credits: Instagram
Bangla

কয়েক দশক আগের বাঙালি মহিলাদের মতো করেই শাড়ি পরে ছবি তুলেছেন মৌনী রায়

বাঙালির ঐতিহ্যবাহী শাড়িতে মৌনী রায়কে একেবারে অন্যরকম দেখতে লাগছে।

Image credits: Instagram
Bangla

ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে চুলে ফুল গুঁজে মোহময়ী হয়ে উঠেছেন মৌনী রায়

শাড়ি, গয়না, ফুলের সাজে মৌনী রায়কে অনন্য সাধারণ দেখতে লাগছে। এই ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ।

Image credits: Instagram
Bangla

বলিউড অভিনেত্রী মৌনী রায় যে বাংলার মেয়ে, সেটা এই সাজে বুঝিয়ে দিয়েছেন

ছোটপর্দায় অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন মৌনী রায়। পরবর্তীকালে তিনি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন।

Image credits: Instagram
Bangla

ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম সর্বাধিক পারিশ্রমিক পেয়েছেন মৌনী

হিন্দি ধারাবাহিক, হিন্দি ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মৌনী রায়।

Image credits: Instagram
Bangla

পরিবারে অভিনয়ের ধারা রয়েছে, স্বাভাবিকভাবেই অভিনেত্রী হয়ে উঠেছেন মৌনী

মৌনী রায়ের ঠাকুর্দা শেখরচন্দ্র রায় যাত্রা-থিয়েটারে অভিনয় করতেন। মা মুক্তি রায়ও থিয়েটারে অভিনয় করতেন।

Image credits: Instagram
Bangla

দিল্লিতে পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখান থেকেই মুম্বইয়ে চলে যান মৌনী

অভিনয়ের জন্য স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেননি মৌনী রায়। তিনি মুম্বই যাওয়ার পর আর দিল্লির কলেজে ফেরেননি।

Image credits: Instagram

ছবি হিট করতেই পারিশ্রমিক বাড়িয়েছেন এই আট তারকা, দেখে নিন এক ঝলকে

Kissing Scene -এ অভিনয় করার পর অস্বস্তিতে পড়েছিলেন এই ৮ তারকা

কালো পোশাকে চমক, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিগ বস ১৬ প্রতিযোগী টিনা

Must Watch তালিকায় অবশ্যই দেখুন আয়ুষ্মান খুরানা অভিনীত এই কয়টি হিট ছবি