Bangla

আলিয়া ভাটের ৮টি সেরা খোঁপা স্টাইল

আলিয়া ভাটের ৮টি সেরা খোঁপা স্টাইল দেখুন। আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসবে গাউনের সঙ্গে স্টাইলিশ খোঁপা করে হাজির হয়েছিলেন। তাঁর খোঁপার স্টাইল সবাইকে মুগ্ধ করেছে। 

Bangla

স্লিক হেয়ারবান

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাট গাউনের সাথে স্লিক হেয়ারবান করে হাজির হয়েছিলেন। সামনে কিছু চুল গোল করে রেখেছিলেন এবং খোঁপাতেও টুইস্ট দিয়েছিলেন।

Image credits: instagram
Bangla

ফ্রেঞ্চ খোঁপা

শাড়ির সঙ্গে আলিয়া ভাট ফ্রেঞ্চ খোঁপা করেছিলেন। শাড়ির সঙ্গে মিলিয়ে ফুল ব্যবহার করতে পারেন।

Image credits: instagram
Bangla

ব্রেইডেড খোঁপা

চুলের বিনুনি করে চারপাশে মুড়িয়ে এই খোঁপা তৈরি করা হয়। আলিয়া ভাটের এই লুকটিও অসাধারণ লাগছিল। 

Image credits: instagram
Bangla

ফুলের খোঁপা

গজরা বা ফুল দিয়ে সাজালে খোঁপা আরও সুন্দর দেখায়।
Image credits: instagram
Bangla

স্লিক হাই খোঁপা

চুল উঁচু করে বেঁধে হেয়ার জেল দিয়ে ঠিক করে নিন।
Image credits: instagram
Bangla

লো বিনুনি খোঁপা

বিনুনি করে চারপাশে মুড়িয়ে তৈরি করুন।
Image credits: instagram
Bangla

টপ নট খোঁপা

এটি একটি সহজ কিন্তু ট্রেন্ডি খোঁপার স্টাইল।
Image credits: instagram

কান চলচ্চিত্র উৎসবে কালো রঙের পোশাকে নজর কাড়লেন এই সকল তারকা

রইল বলিউড স্টার কিডদের সম্পদের তালিকা, দেখে নিন কে সবচেয়ে ধনী?

ঋত্বিক অভিনীত এই ৫টি ছবি জমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে, জেনে নিন কী কী

Cannes Film Festival: হাতে তোতা নিয়ে হাজির উর্বশী, রইল ছবি