Bangla

উর্বশীর নিউ লুক

সবুজ পালক পোশাকের পর লাল-কালো গাউনে হাজির উর্বশী।

Bangla

কালো-লাল গাউন

পোশাকের নীচের অংশ ছিল কালো। আর অপরের অংশ ছিল লাল রঙের অদ্ভুত ধরনের নকশা করা।

Image credits: Getty
Bangla

রেড কার্পেটে নায়িকা

এদিকে সোমবার রেড কার্পেটে হেঁটে বিতর্কে জড়ান নায়িকা। এদিন ভিক্টোরিয়া বোনিয়ার মতো একই পোশাকে হাজির উর্বশী

Image credits: Getty
Bangla

উৎসবের ইভেন্ট

সোমবারের ইভেন্টে সবুজ রঙের পোশাকে হাজির হন উর্বশী রাউতেলা।

Image credits: Getty
Bangla

সবুজ পালকের পোশাক

সবুজ পালকের মতো নকশা করা পোশাকে নজর কাড়ে উর্বশীর লুক।

Image credits: Getty
Bangla

ভিক্টোরিয়া বোনিয়া

এবার ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া বোনিয়ার মতো একই পোশাক পরে হাজির হন উর্বশী।

Image credits: Getty
Bangla

ছিম ছাম সাজ

অভিনেত্রী ভিক্টোরিয়া বোনিয়ার এই পোশাকের সঙ্গে ছিম ছাম সাজে হাজির হন।

Image credits: Getty
Bangla

কান চলচ্চিত্রউৎসব

কিন্তু, উর্বশীকে গয়না ও মাথায় বিশেষ নকশা করা টুপিতে দেখা যায়। এই নিয়ে অনেকেই কটাক্ষ করেন।

Image credits: Getty
Bangla

সবুজ লিপস্টিক

এদিকে একদিন সবুজ লিপস্টিকে হাজির হয়েছিলেন উর্বশী।

Image credits: Getty
Bangla

কুমিরের নকশা করা হার

উৎসবের প্রথম দিন তাঁর গলায় কুমিরের নকশা করা হার নজর কেড়েছিল সকলের।

Image credits: Social Media

Cannes 2023: ভাইরাল কান ফিল্ম ফেস্টিভ্যালে মৌনীর লুক, রইল ছবি

মা হচ্ছেন অজয়ের 'রিল' কন্যা, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি

হলুদ অফ শোল্ডার পোশাকে শ্বেতা তিওয়ারি, ৪২-এও উপচে পড়ছে যৌবন

কন্যা আরাধ্যার সাথে 'কান' চলচ্চিত্র উৎসব থেকে ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন