Bangla

মা হচ্ছেন ইশিতা

মা হচ্ছেন ইশিতা দত্ত। প্রকাশ্যে এল তার ছবি। 

Bangla

দৃশ্যম ছবি

দৃশ্যম ছবিতে অজয় দেবগণের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। 

Image credits: ishita dutta instagram
Bangla

বেগুনি পোশাক

ছবি প্রকাশ করা মাত্রই মুহূর্তে তা হয়েছে ভাইরাল। বেগুনি রঙের পোশাকে দেখা গেল ইশিতা দত্তকে।

Image credits: ishita dutta instagram
Bangla

স্বামীর সঙ্গে

বৎসল শেট্টির সঙ্গে শেয়ার করলে ছবি। 

Image credits: ishita dutta instagram
Bangla

পরিবারের সঙ্গে

পরিবারের সদস্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন ইশিতা।

Image credits: ishita dutta instagram
Bangla

গোলাপী পোশাক

গোলাপী রঙের পোশাক পরে ছবি শেয়ার করেছেন ছবি। 

Image credits: ishita dutta instagram
Bangla

বেগুনি ড্রেস

বেগুনি অফ শোল্ডার পোশাকে আকর্ষণীয় দেখাচ্ছে ইশিতাকে।

Image credits: ishita dutta instagram
Bangla

মা হচ্ছেন ইশিতা

অজয় দেবগণের সঙ্গে দৃশ্যম ছবিতে কাজ করেছিলেন ইশিতা। সেই থেকে তিনি অজয়ের অনস্ক্রিন কন্যা নামে পরিচিত।

Image credits: ishita dutta instagram
Bangla

অভিনয়ে পা

২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন ইশিতা। তেলেগু, কিন্নড়, হিন্দি ছবিতে কাজ করেছেন ইশিতা।

Image credits: ishita dutta instagram
Bangla

টেলিভিশনে কাজ

এছাড়া, টেলিভিশনেও জমিয়ে কাজ করেছেন ইশিতা।  

Image credits: ishita dutta instagram

হলুদ অফ শোল্ডার পোশাকে শ্বেতা তিওয়ারি, ৪২-এও উপচে পড়ছে যৌবন

কন্যা আরাধ্যার সাথে 'কান' চলচ্চিত্র উৎসব থেকে ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন

Cannes 2023: নেকলেসের পর সবুজ লিপস্টিক, ফের খবরের শিরোনামে উর্বশী

লেহেঙ্গার পর সাদা শাড়ি, দেখে নিন কেমন ছিল সারা আলি খানের লুক