Bangla

Diljit Dosanjh: তার সম্পত্তি ও জীবনযাত্রা

দিলজিৎ দোসাঞ্জের সম্পত্তি এবং জীবনযাত্রা সম্পর্কে জানুন।

Bangla

৪১ বছরে পা দিলেন দিলজিৎ

অভিনেতা-গায়ক দিলজিৎ দোসঞ্জের ৪১ বছরে পা দিলেন। ১৯৮৪ সালে পাঞ্জাবে তাঁর জন্ম। জন্মদিনে আপনাদের দিলজিতের সম্পত্তি, জীবনযাত্রা এবং গাড়ির সংগ্রহ সম্পর্কে জানাচ্ছি।

Image credits: instagram
Bangla

দিলজিতের কোটি কোটি টাকার সম্পত্তি

দিলজিৎ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। রিপোর্ট অনুযায়ী, তার প্রায় ১৭২ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

Image credits: instagram
Bangla

দিলজিতের আয়ের উৎস

দিলজিৎ ছবির পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া থেকে ভালো আয় করেন।

Image credits: instagram
Bangla

কনসার্ট থেকে দিলজিতের আয়

বেসরকারি অনুষ্ঠানে দিলজিৎ ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। মঞ্চে তিনি ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা নেন। আর একটি ছবিতে ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।

Image credits: instagram
Bangla

দেশ-বিদেশে দিলজিতের সম্পত্তি

দিলজিতের দেশে-বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। ক্যালিফোর্নিয়ায় তাঁর ডুপ্লে, টরন্টোতে বাংলো, মুম্বইয়ে অ্যাপার্টমেন্ট এবং লুধিয়ানায় বাংলো রয়েছে।

Image credits: instagram
Bangla

দিলজিতের কার সংগ্রহ

দিলজিতের গ্যারাজে মার্সিডিজ বেঞ্জ এএমজি জি৬, পোরশে প্যানামেরা, পোরশে কায়েন, বিএমডব্লিউ ৫২০ডি, মিতসুবিশি পাজেরো-সহ আরও অনেক জামি গাড়ি রয়েছে, যার দাম কোটি কোটি টাকা।

Image credits: instagram
Bangla

দিলজিতের প্রযোজনা সংস্থা

২০১৮ সালে দিলজিৎ নিজের প্রযোজনা সংস্থা 'দিলজিৎ দোসাঞ্জ প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড' শুরু করেন। এর ব্যানারে তিনি ছবি তৈরি করেন।

Image credits: instagram
Bangla

দিলজিতের পোশাকের ব্র্যান্ড

দিলজিৎ দোসাঞ্জ 'ওয়ের্ড ৬' এবং 'আরবান পেন্ডু' নামে পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন, যা থেকে তিনি কোটি কোটি টাকা আয় করেন।

Image credits: instagram

চোখ ধাঁধিয়ে দেবে বিপাশা বসুর জমকালো গয়নার কালেকশন, দেখুন ছবি

ফ্লপ অভিনেতা জায়েদ খান কত টাকার মালিক জানেন? শুনলে চমকে যাবেন

পরনে লাল টুকটুকে পোশাক, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ধনশ্রী ভার্মা

৫০ পেরিয়েও এই ৬ অভিনেত্রী দুঃসাহসিক দৃশ্য পর্দা কাঁপিয়েছেন