দিলজিৎ দোসাঞ্জের সম্পত্তি এবং জীবনযাত্রা সম্পর্কে জানুন।
Bollywood Jan 06 2025
Author: Rajat Karmakar Image Credits:instagram
Bangla
৪১ বছরে পা দিলেন দিলজিৎ
অভিনেতা-গায়ক দিলজিৎ দোসঞ্জের ৪১ বছরে পা দিলেন। ১৯৮৪ সালে পাঞ্জাবে তাঁর জন্ম। জন্মদিনে আপনাদের দিলজিতের সম্পত্তি, জীবনযাত্রা এবং গাড়ির সংগ্রহ সম্পর্কে জানাচ্ছি।
Image credits: instagram
Bangla
দিলজিতের কোটি কোটি টাকার সম্পত্তি
দিলজিৎ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। রিপোর্ট অনুযায়ী, তার প্রায় ১৭২ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
Image credits: instagram
Bangla
দিলজিতের আয়ের উৎস
দিলজিৎ ছবির পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া থেকে ভালো আয় করেন।
Image credits: instagram
Bangla
কনসার্ট থেকে দিলজিতের আয়
বেসরকারি অনুষ্ঠানে দিলজিৎ ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। মঞ্চে তিনি ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা নেন। আর একটি ছবিতে ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।
Image credits: instagram
Bangla
দেশ-বিদেশে দিলজিতের সম্পত্তি
দিলজিতের দেশে-বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। ক্যালিফোর্নিয়ায় তাঁর ডুপ্লে, টরন্টোতে বাংলো, মুম্বইয়ে অ্যাপার্টমেন্ট এবং লুধিয়ানায় বাংলো রয়েছে।
Image credits: instagram
Bangla
দিলজিতের কার সংগ্রহ
দিলজিতের গ্যারাজে মার্সিডিজ বেঞ্জ এএমজি জি৬, পোরশে প্যানামেরা, পোরশে কায়েন, বিএমডব্লিউ ৫২০ডি, মিতসুবিশি পাজেরো-সহ আরও অনেক জামি গাড়ি রয়েছে, যার দাম কোটি কোটি টাকা।
Image credits: instagram
Bangla
দিলজিতের প্রযোজনা সংস্থা
২০১৮ সালে দিলজিৎ নিজের প্রযোজনা সংস্থা 'দিলজিৎ দোসাঞ্জ প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড' শুরু করেন। এর ব্যানারে তিনি ছবি তৈরি করেন।
Image credits: instagram
Bangla
দিলজিতের পোশাকের ব্র্যান্ড
দিলজিৎ দোসাঞ্জ 'ওয়ের্ড ৬' এবং 'আরবান পেন্ডু' নামে পোশাকের ব্র্যান্ডও চালু করেছেন, যা থেকে তিনি কোটি কোটি টাকা আয় করেন।