Bangla

লাল টুকটুকে পোশাকে ধরা দিলেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ধনশ্রী ভার্মা

এতদিন কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। এবার অভিনয় করছেন ধনশ্রী ভার্মা। তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে লাল রঙের পোশাকে দেখা দিলেন এই তারকা।

Bangla

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ধনশ্রী ভার্মা, তাঁর এই ছবিও ভাইরাল

যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা সোশ্যাল মিডিয়ায় লাল রঙের পোশাকে তাঁর ছবি শেয়ার করেছেন। ছবিতে তিনি অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।

Image credits: INSTA/dhanashree9
Bangla

যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়ছে

সোশ্যাল মিডিয়ায় ধনশ্রী ভার্মা বেশ আলোচিত। অনুরাগীরা তাঁর পোস্টে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করেন।

Image credits: INSTA/dhanashree9
Bangla

যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিয়ের আগেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ধনশ্রী

ফ্যান ফলোয়িংয়ের দিক থেকেও ধনশ্রী ভার্মা বেশ এগিয়ে। ইনস্টাগ্রামে তার ৬.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

Image credits: INSTA/dhanashree9
Bangla

সম্প্রতি এক ডিজিট্যাল পত্রিকার প্রচ্ছদের জন্য ছবি তুলিয়েছেন ধনশ্রী

যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা একটি ডিজিটাল ম্যাগাজিনের প্রচ্ছদে ছিলেন। তিনি তাঁর ম্যাগাজিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

Image credits: INSTA/dhanashree9
Bangla

কোরিওগ্রাফার ও অভিনেত্রী হিসেবে যে কারও সঙ্গে পাল্লা দিতে পারেন ধনশ্রী

সৌন্দর্যের দিক থেকে ধনশ্রী ভার্মা বলিউড নায়িকাদের টেক্কা দিতে পারেন। তাঁর স্টাইল এবং আন্দাজে ভক্তরা মুগ্ধ।

Image credits: INSTA/dhanashree9
Bangla

ছবিতে অভিনয়ের আগে কোরিওগ্রাফার হিসেবে বিখ্যাত হয়ে উঠেছেন ধনশ্রী ভার্মা

ধনশ্রী ভার্মা একজন মডেল এবং নৃত্য পরিচালক। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। তাঁর নৃত্য মানুষকে মুগ্ধ করে।

Image credits: INSTA/dhanashree9
Bangla

কিছুদিনের মধ্যেই ধনশ্রী ভার্মা অভিনীত তেলুগু ছবি মুক্তি পেতে চলেছে

অভিনেত্রী হিসেবে তিনি তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছেন। শীঘ্রই তাঁর তেলুগু ছবি মুক্তি পাবে, যার কথা তিনি এর আগে বলেছেন।

Image credits: INSTA/dhanashree9

৫০ পেরিয়েও এই ৬ অভিনেত্রী দুঃসাহসিক দৃশ্য পর্দা কাঁপিয়েছেন

মনমোহন সি: 'দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ফিরে আলোচনায়

ক্যামিও চরিত্রেই ৭ ছবিতে ঝড় তুলেছে সলমন, দেখে নিন কোন কোন ছবি

রইল অনিল কাপুরের ৩৮ বছরের পুরোনো বাংলোর ঝলক