পরিচালনা শুরু করেছেন ২০০৩ সালে। আমির থেকে শাহরুখ সকল তারকা তাঁর পরিচালনায় অভিনয় করেছে। তবে, এখনও পর্যন্ত একটি ছবিও ফ্লপ করেনি রাজকুমার হিরানির।
দশ বছরে পরিচালনা করেছেন মাত্র ছয়টি ছবি। আর সব কয়টিই হিট। দেখে নিন কোন কোন ছবি পরিচালনা করেছেন তিনি।
২০০৩ সালে মুক্তি পায় সঞ্জয় দত্ত অভিনীত রাজকুমার হিরানি পরিচালিক মুন্নাভাই এমবিবিএস।
২০০৬ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত লগে রহো মুন্নাভাই।
২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস।
২০১৪ সালে মুক্তি পায় আমির অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত পিকে।
২০১৮ সালে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জু।
২০২৩ সালে মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি।
ডাঙ্কি আপাতত মুক্তি না পেলেও ১৫৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ওটিটি-তে।
একাধিক বিচ্ছেদ থেকে ধর্ষণের মামলা, ইন্দ্র কুমারের জীবন জুড়ে বিতর্ক
Mouni Roy: ফের হট ছবিতে ভক্তদের ঘুম কাড়লেন ‘বঙ্গতনয়া’
Bollywood Movie Clash: জোড় টক্কর, একই দিনে মুক্তি পাবে এই ছবিগুলো
Nude ফোটোশ্যুট থেকে যৌনসঙ্গম - একাধিক বিতর্ক রয়েছে রণবীরের জীবনে