Bangla

রাজকুমার হিরানি

পরিচালনা শুরু করেছেন ২০০৩ সালে। আমির থেকে শাহরুখ সকল তারকা তাঁর পরিচালনায় অভিনয় করেছে। তবে, এখনও পর্যন্ত একটি ছবিও ফ্লপ করেনি রাজকুমার হিরানির।

Bangla

পরিচালনা

দশ বছরে পরিচালনা করেছেন মাত্র ছয়টি ছবি। আর সব কয়টিই হিট। দেখে নিন কোন কোন ছবি পরিচালনা করেছেন তিনি।

Image credits: Twitter
Bangla

মুন্নাভাই এমবিবিএস

২০০৩ সালে মুক্তি পায় সঞ্জয় দত্ত অভিনীত রাজকুমার হিরানি পরিচালিক মুন্নাভাই এমবিবিএস।

Image credits: Twitter
Bangla

লগে রহো মুন্নাভাই

২০০৬ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত লগে রহো মুন্নাভাই। 

Image credits: Twitter
Bangla

থ্রি ইডিয়টস

২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস।

Image credits: Twitter
Bangla

পিকে

২০১৪ সালে মুক্তি পায় আমির অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত পিকে।

Image credits: Twitter
Bangla

সঞ্জু

২০১৮ সালে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জু। 

Image credits: Twitter
Bangla

ডাঙ্কি

২০২৩ সালে মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি। 

Image credits: Twitter
Bangla

ওটিটি প্ল্যাটফর্ম

ডাঙ্কি আপাতত মুক্তি না পেলেও ১৫৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ওটিটি-তে।

Image credits: Social Media

একাধিক বিচ্ছেদ থেকে ধর্ষণের মামলা, ইন্দ্র কুমারের জীবন জুড়ে বিতর্ক

Mouni Roy: ফের হট ছবিতে ভক্তদের ঘুম কাড়লেন ‘বঙ্গতনয়া’

Bollywood Movie Clash: জোড় টক্কর, একই দিনে মুক্তি পাবে এই ছবিগুলো

Nude ফোটোশ্যুট থেকে যৌনসঙ্গম - একাধিক বিতর্ক রয়েছে রণবীরের জীবনে