কদিন আগেই শোনা গিয়েছিল বিচ্ছেদ হচ্ছে ঐশ্বর্য ও অভিষেকের। তারপর নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালনের ছবি পোস্ট করে সকল গুজবের জবাব দেন।
অক্ষয়ের আর টুইঙ্কেল খান্নার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়।
একসময় প্রিয়াঙ্কার সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয়। গৌরী খানের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল বলি পাড়ায়।
সদ্য ভাইরাল হয়েছিল আসিন ও রাহুল শর্মার ডিভোর্সের গুঞ্জন। শেষে আসিন জানান এই খবর ভিত্তিহীন।
নেহা কক্কর ও রোহনের ডিভোর্সের খবর সদ্য ভাইরাল হয়েছিল।
দীপিকা ও রণবীরের ডিভোর্সের খবরে এক সময় সরগরম ছিল বলিউড।
কদিন আগেই জোড় চর্চা হয়েছিল বিয়ের বছর দেড়েকের মধ্যেই ভাঙছে ভিকি-ক্যাটের সম্পর্ক।
বরুণ ও নাতার সংসার ভাঙার খবর আসে একসময়। শোনা গিয়েছিল তাঁদের দাম্পত্য অশান্তি পৌঁছে গিয়েছে চরম স্থানে।
স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে জন আব্রাহামের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ছিল বলিপাড়া।
এক সময় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়।
১২ কেজি ওজন কমিয়ে হয়েছেন আকর্ষণীয়, রইল শেহনাজ গিলের ১০টি হট ছবি
OTT প্ল্যাটফর্মে মোটা টাকায় বিকোলেও বক্সি অফিসে তেমন সফল হয়নি ছবিগুলো
কেরিয়ার জুড়ে একের পর এক ফ্লপ ছবি, এবার কি সাফল্য পাবেন কিয়ারা?
Bikini Women: সানিয়া থেকে দিশা, বর্ষার আবহে উষ্ণতা ছড়ালেন বলি নায়িকারা