২০১৪ সালে ডেবিউ করেন ফুগলি ছবি দিয়ে। ছবি তেমন সাফল্য পায়নি।
এরপর কাজ করেন এম এস ধোনি ছবিতে। ধোনির বায়োপিক এই ছবি সফল হলেও সেভাবে লাইম লাইটে আসেনি কিয়ারা।
এর পর তেলেগু ছবিতে কাজ করেন কিয়ারা। তবে, তেমন ভাবে সফল হননি না।য়িকা।
২০১৯ সালে মুক্তি পায় কবির কিং। ছবি নিয়ে দর্শক মনে যতটা আশা ছিল, সে আশা পূরণ করতে ব্যর্থ হন শাহিদ-কিয়ারা।
সেই বছরই মুক্তি পায় গুড নিউজ। ছবি হিট করলেও সকলের নজর কাড়েন করিনা ও অক্ষয়।
তারপর মুক্তি পায় গলতি। এই ছবিও তেমন ভাবে সফল হয়নি।
এরপর অক্ষয় কুমারের বিপরীতে লক্ষ্মী ছবিতে দেখা যায়। যা পরিবর্তন এনেছিল তাঁর কেরিয়ারে।
সেই বছরই মুক্তি পাওয়া ইন্দু কি জওয়ানি-ও ব্যর্থ হয়।
২০২১ সালে মুক্তি পায় শেরশাহ। এই ছবিটি কিয়ারার কেরিয়ারে এনেছিল নতুন মোড়। তেমনই ২০২২ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া ২-ও সফল হয়েছিল।
তবে, কিয়ারা অভিনীত ২০২২ সালে মুক্তি পাওয়া জগ্গু জানে ও গোবিন্দা তেরে নাম সেভাবে সফ হয়নি। এবার মুক্তির অপেক্ষায় সত্য প্রেম কি কথা।
Bikini Women: সানিয়া থেকে দিশা, বর্ষার আবহে উষ্ণতা ছড়ালেন বলি নায়িকারা
সেলফি থেকে আদিপুরুষ- দেখে নিন শেষ ছয় মাসে মুক্তি পাওয়া ছবিগুলোর আয় কত
Suhana Khan: প্রথম ছবি মুক্তির আগের হাতে এল আরও বড় প্রোজেক্ট
রইল আটটি বলিউড ছবির কথা, Drugs Addiction-র বিষয় উঠে এসেছে ছবিতে