২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের আচার আচর। সেদিন দিল্লি থেকে রাজস্থানে পৌঁছান তাঁরা।
উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৩ সেপ্টেম্বর। ওয়েলকাম লাঞ্চ দিয়ে শুরু হবে অনুষ্ঠান।
উদয়পুরের লীলা প্যালেসে বসবে বিয়ের আসর।
বিয়েতে প্যাস্টেল রঙের পোশাকে সাজবেন পরিণীতি ও রাঘব।
বিয়ের সাজসজ্জার ক্ষেত্রেও প্যাস্টেল রঙের ব্যবহার হতে পারে।
আরদাস (Ardaas) এবং কীর্তন (Shabad Kirtan) দিয়ে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।
বিয়ের পর চন্ডিগরে ফিরে হবে বিয়ের রিসেপশন।
রাহুল গান্ধী, কেজরিয়াল, কপিল সিবাল, ভগবন্ত মান-র মতো তারকাদের অমন্ত্রণ জানানো হয়েছে বিয়েতে।
১৩ মে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান করেছিলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।
ক্যাটরিনা থেকে সানি- এই আট বলিউড নায়িকা সঠিক ভাবে হিন্দি বলতে পারেন না
দেখে নিন সর্বমোট কত আয় করল 'জওয়ান', ছবিটি কবে পা দেবে ৪০০ কোটির ঘরে
প্রথম সপ্তাহান্তে ব্যাপক আয় করে রেকর্ড গড়েছে এই আটটি বলিউড ছবি
অক্ষয় কুমারের এই সাতটি ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকেরা, দেখে নিন এক ঝলকে