Bollywood
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে হওয়ার পরও বলিউডে সেভাবে সফল হতে পারেননি এষা দেওল।
জীতেন্দ্রর ছেলে হয়েও বলিউডে নিজের জায়গা তৈরিতে ব্য়র্থ হয়েছেন তুষার কাপুর।
তনুজার মেয়ে এবং কাজলের বোন হওয়ার পরও বলিউডে সফল হননি তানিশা মুখোপাধ্যায়।
বনি কাপুরের ছেলে হয়েও বলিউডে নিজের জায়গা তৈরিতে ব্যর্থ হন অর্জুন কাপুর।
বলিউডে একের পর এক কাজ করলেও সকলের কাছে ওভার অ্যাক্টিং-র দোকান হল চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে।
শর্মিলা ঠাকুরের কন্যা হওয়াপ পরও অভিনেত্রী হিসেবে সফল হননি সোহা আলি খান।
সুনীল শেট্টির কন্যা বলিউডে নিজের নাম তৈরিতে ব্যর্থ হন।
আদিত্য পাঞ্চোলির ছেলে সূরয পাঞ্চোলি বলিউডে আপাতত নিজের জায়গা করতে পারেননি।