ছোট পর্দার 'রানি' হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন একতা কাপুর। আজ টিভি কুইনের ৪৮তম জন্মদিন।
Bollywood Jun 07 2023
Author: Web Desk - ANB Image Credits:instagram
Bangla
একতা কাপুরের জন্মদিন
প্রায় ২৫ বছর আগে টিভি জগতে প্রবেশ করেছিলেন একতা কাপুর। এরপর থেকে একের পর এক জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ করেছেন। তাঁর নির্মিত সিরিয়ালগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
Image credits: instagram
Bangla
একতা কাপুরের জন্মদিন
খুব কম লোকই জানেন, একতা একজন প্রযোজক নয়, বরং একজন অভিনেত্রী হতে চেয়েছিলেন। কিন্তু অনেকে বলেছিল তাঁর চেহারা অভিনেত্রী হওয়ার উপযুক্ত নয়। তারপরেই বিনোদন জগতে অন্য ভূমিকা নেন তিনি।
Image credits: instagram
Bangla
একতা কাপুরের জন্মদিন
বলিউডের সফল ৪০ জন অবিবাহিত তারকাদের তালিকায় একতা কাপুরও রয়েছেন। তিনি কেন এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছে, তা নিয়ে জল্পনা চলছেই।
Image credits: instagram
Bangla
একতা কাপুরের জন্মদিন
এবিষয়ে একতা কাপুর বলেছিলেন যে, যেদিন সলমন খান বিয়ে করবেন, ঠিক তার ২-৩ বছর পর তিনিও বিয়ে করবেন।
Image credits: instagram
Bangla
একতা কাপুরের জন্মদিন
কিন্তু, আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বাবার (জিতেন্দ্র কাপুর) একটা শর্তের কারণে আজ পর্যন্ত বিয়ে করিনি।’
Image credits: instagram
Bangla
একতা কাপুরের জন্মদিন
বাবার পরামর্শ মেনে, কাজ আর বিয়ে করে সংসার শুরু করার মাঝে একটি পথ বেছে নিয়েছিলেন একতা। সেটি হল তাঁর কাজ, তাঁর কৃতিত্ব। সেই সফলতার জন্যই আজ বলিউডে তিনি একজন সফল পরিচালক।