Author: Sayanita Chakraborty Image Credits:Social Media
Bangla
কঙ্গনা অভিনীত সিনেমা 'ইমার্জেন্সি'
কঙ্গনার সিনেমা 'ইমার্জেন্সি' বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালো চলছে।
Image credits: Social Media
Bangla
ওটিটি-তে ছবি মুক্তি
সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীর উপর নির্মিত 'ইমার্জেন্সি' নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে। এখানে ১৪ মার্চ থেকে সিনেমাটি স্ট্রিমিং শুরু হয়েছে।
Image credits: Social Media
Bangla
'ইমার্জেন্সি'-র ডিজিটাল স্বত্ব
123telugu.com-এর রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্স 'ইমার্জেন্সি'-র ডিজিটাল স্বত্ব ৮০ কোটি টাকার বিশাল অঙ্কে কিনেছে।
Image credits: Social Media
Bangla
ছবি তৈরির খরচ
যদি সত্যিই 'ইমার্জেন্সি'-র ডিজিটাল স্বত্ব ৮০ কোটি টাকায় বিক্রি হয়ে থাকে, তাহলে কঙ্গনা ও তার টিমকে এটি ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে, কারণ সিনেমাটি তৈরিতে প্রায় ৬০ কোটি লেগেছিল।
Image credits: Social Media
Bangla
ছবি মুক্তি
'ইমার্জেন্সি' ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল এবং প্রথম দিনে ২ কোটি টাকা আয় করেছিল। সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৬.৫২ কোটি টাকায় এসে থেমে গিয়েছিল।
Image credits: Social Media
Bangla
ছবির তারকা
'ইমার্জেন্সি'-তে কঙ্গনা রানৌত ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান এবং বিশক নায়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।