Bangla

কঙ্গনার ‘ইমার্জেন্সি’

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ এবার ওটিটি-তে

Bangla

কঙ্গনা অভিনীত সিনেমা 'ইমার্জেন্সি'

কঙ্গনার সিনেমা 'ইমার্জেন্সি' বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালো চলছে।

Image credits: Social Media
Bangla

ওটিটি-তে ছবি মুক্তি

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীর উপর নির্মিত 'ইমার্জেন্সি' নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে। এখানে ১৪ মার্চ থেকে সিনেমাটি স্ট্রিমিং শুরু হয়েছে।

Image credits: Social Media
Bangla

'ইমার্জেন্সি'-র ডিজিটাল স্বত্ব

123telugu.com-এর রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্স 'ইমার্জেন্সি'-র ডিজিটাল স্বত্ব ৮০ কোটি টাকার বিশাল অঙ্কে কিনেছে।

Image credits: Social Media
Bangla

ছবি তৈরির খরচ

যদি সত্যিই 'ইমার্জেন্সি'-র ডিজিটাল স্বত্ব ৮০ কোটি টাকায় বিক্রি হয়ে থাকে, তাহলে কঙ্গনা ও তার টিমকে এটি ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে, কারণ সিনেমাটি তৈরিতে প্রায় ৬০ কোটি লেগেছিল।

Image credits: Social Media
Bangla

ছবি মুক্তি

'ইমার্জেন্সি' ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল এবং প্রথম দিনে ২ কোটি টাকা আয় করেছিল। সিনেমাটির লাইফটাইম কালেকশন ১৬.৫২ কোটি টাকায় এসে থেমে গিয়েছিল।

Image credits: Social Media
Bangla

ছবির তারকা

'ইমার্জেন্সি'-তে কঙ্গনা রানৌত ছাড়াও অনুপম খের,  মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান এবং বিশক নায়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

Image credits: Social Media

রইল গোলাপি শাড়ির সাথে সেরা কন্ট্রাস্টের ব্লাউজের ডিজাইনের হদিশ

ব্যালকনি থেকে ঘর, দেখে নিন রানি মুখার্জীর বিলাসবহুল বাড়ির ছবি

হোলি খেললেন আম্বানি পরিবারের সদস্যরা, দেখুন ছবিতে

আমির খানের জীবনে এসেছে এই ৭ নারী, তালিকা দেখলে চমকে যাবেন