Bangla

তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে একই বছরে ১,০০০ কোটি টাকা আয় আল্লু অর্জুনের

বিশ্বজুড়ে ব্যবসায়িক সাফল্য পাচ্ছে আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২। শুধু ভারতেই এখনও পর্যন্ত ১,০০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এই ছবি। তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে এই নজির আল্লুর।

Bangla

বক্স অফিসে প্রভাসের বাহুবলী ২-এর সঙ্গে জোর টক্কর আল্লু পুষ্পা ২-এর

২০১৭ সালে প্রথম ভারতীয় ছবি হিসেবে একই বছরে শুধু ভারতে ১,০৩১ কোটি টাকা আয় করেছিল প্রভাসের বাহুবলী ২। এবার সেই আয়ের রেকর্ড ভেঙে দিচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা ২।

Image credits: instagram
Bangla

আল্লুর ছবি 'পুষ্পা ২' ১৬ দিনে ভারতে নেট ১০২০.৭৫ কোটি টাকা আয় করেছে

মুক্তি পাওয়ার পর প্রথম ১৬ দিনের মধ্যে ভারতে ১,০২০.৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে পুষ্পা ২। ফলে নতুন নজির গড়েছেন আল্লু অর্জুন।

Image credits: instagram
Bangla

রবিবারই ভারতে আয়ের নিরিখে প্রভাসের ছবিকে টপকে যাচ্ছেন আল্লু অর্জুন

পুষ্পা ২ নিয়ে দর্শকদের মাতামাতি একটুও কমেনি। ফলে রবিবার ১৭ দিনে ভারতে মোট আয়ের নিরিখে বাহুবলী ২-কে ছাপিয়ে যাচ্ছে পুষ্পা ২।

Image credits: instagram
Bangla

ভারতে একই বছরে চলচ্চিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি আয়ের শীর্ষে শাহরুখ

দক্ষিণ ভারতের দুই তারকা প্রভাস ও আল্লু অর্জুন এখনও এক বছরের মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির নিরিখে শাহরুখ খানের চেয়ে পিছিয়ে।

Image credits: instagram
Bangla

২০২৩ সালে মোট ৩ ছবি মিলিয়ে ১,৪০০ কোটি টাকার বেশি আয় করেন শাহরুখ খান

২০২৩ সালে শাহরুখ খানের ছবি পাঠান ৫৪৩.২২ কোটি, জওয়ান ৬৪০.৪২ কোটি এবং ডাঙ্কি ২৩২ কোটি টাকা আয় করে। সবমিলিয়ে ১,৪১৫.৬৪ কোটি টাকা আয় করে নতুন নজির গড়েন শাহরুখ।

Image credits: instagram
Bangla

শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে এখনও বলিউড বাদশা শাহরুখের জনপ্রিয়তা অটুট

প্রভাস, আল্লু অর্জুন অসাধারণ সাফল্য পাচ্ছেন। কিন্তু শাহরুখ খানের ক্যারিশমা এতটুকু ফিকে হয়নি। এখনও সমান জনপ্রিয় এই তারকা।

Image credits: instagram
Bangla

ভারতে একই বছরে সবচেয়ে বেশি আয় করা ছবির নিরিখে দ্বিতীয় স্থানে প্রভাস

শাহরুখ খানের পর ভারতে একই বছরে চলচ্চিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা দ্বিতীয় অভিনেতা প্রভাস।

Image credits: instagram
Bangla

২০১৭ সালে প্রভাসের ছবি 'বাহুবলী ২' ভারতে ১,০৩১ কোটি টাকা আয় করেছিল

শাহরুখ খান তিনটি ছবি মিলিয়ে ১,৪০০ কোটি টাকা আয় করলেও, ২০১৭ সালে প্রভাসের একটিই ছবি বাহুবলী ২ শুধু ভারতে ১,০৩১ কোটি টাকা আয় করে।

Image credits: Social Media

২০২৪ সালের বক্স অফিস হিট ১০টা সিনেমা, কোন কোন মুভি আছে এই তালিকায়?

তমন্নার হেয়ার কেয়ার টিপস: চুলের স্বাস্থ্য ও সৌন্দর্যের রহস্য

দক্ষিণী ছবির বক্স অফিস দাপট বলিউডকে পরপর টেক্কা দিচ্ছে

নীতা আম্বানির পেস্টেল শাড়ি থেকে স্টাইল টিপস, রইল ঝলক