বিশ্বজুড়ে ব্যবসায়িক সাফল্য পাচ্ছে আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২। শুধু ভারতেই এখনও পর্যন্ত ১,০০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এই ছবি। তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে এই নজির আল্লুর।
২০১৭ সালে প্রথম ভারতীয় ছবি হিসেবে একই বছরে শুধু ভারতে ১,০৩১ কোটি টাকা আয় করেছিল প্রভাসের বাহুবলী ২। এবার সেই আয়ের রেকর্ড ভেঙে দিচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা ২।
মুক্তি পাওয়ার পর প্রথম ১৬ দিনের মধ্যে ভারতে ১,০২০.৭৫ কোটি টাকা আয় করে ফেলেছে পুষ্পা ২। ফলে নতুন নজির গড়েছেন আল্লু অর্জুন।
পুষ্পা ২ নিয়ে দর্শকদের মাতামাতি একটুও কমেনি। ফলে রবিবার ১৭ দিনে ভারতে মোট আয়ের নিরিখে বাহুবলী ২-কে ছাপিয়ে যাচ্ছে পুষ্পা ২।
দক্ষিণ ভারতের দুই তারকা প্রভাস ও আল্লু অর্জুন এখনও এক বছরের মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির নিরিখে শাহরুখ খানের চেয়ে পিছিয়ে।
২০২৩ সালে শাহরুখ খানের ছবি পাঠান ৫৪৩.২২ কোটি, জওয়ান ৬৪০.৪২ কোটি এবং ডাঙ্কি ২৩২ কোটি টাকা আয় করে। সবমিলিয়ে ১,৪১৫.৬৪ কোটি টাকা আয় করে নতুন নজির গড়েন শাহরুখ।
প্রভাস, আল্লু অর্জুন অসাধারণ সাফল্য পাচ্ছেন। কিন্তু শাহরুখ খানের ক্যারিশমা এতটুকু ফিকে হয়নি। এখনও সমান জনপ্রিয় এই তারকা।
শাহরুখ খানের পর ভারতে একই বছরে চলচ্চিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা দ্বিতীয় অভিনেতা প্রভাস।
শাহরুখ খান তিনটি ছবি মিলিয়ে ১,৪০০ কোটি টাকা আয় করলেও, ২০১৭ সালে প্রভাসের একটিই ছবি বাহুবলী ২ শুধু ভারতে ১,০৩১ কোটি টাকা আয় করে।