Bangla

দক্ষিণী ছবির বক্স অফিস দাপট: বলিউডকে টেক্কা

দক্ষিণী ছবির বক্স অফিস সাফল্য
Bangla

বলিউডকে ছাপিয়ে গেল দক্ষিণী ছবি

কেজিএফ এবং 'কেজিএফ ২', বাহুবলী এবং 'বাহুবলী ২', পুষ্পা এবং 'পুষ্পা ২', 'আরআরআর' এবং '২.০' দক্ষিণী ইন্ডাস্ট্রিই নয়, ভারতেই নয়, সারা বিশ্বে সাড়া ফেলেছিল।

Image credits: instagram
Bangla

পুষ্পা ২: দ্য রুল (২০২৪)

আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা ২: দ্য রুল ভারতে ৯৯০ কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যাপী আয় প্রায় ১৫০০ কোটি ছুঁই ছুঁই।

Image credits: instagram
Bangla

বাহুবলী: দ্য বিগিনিং

প্রভাসের বাহুবলী সিনেমা দক্ষিণী ইন্ডাস্ট্রির মর্যাদা অনেক উঁচুতে তুলে ধরে। ৬৫০ কোটি আয় করা এই সিনেমা প্রমাণ করে যে দক্ষিণী ইন্ডাস্ট্রি হলিউডকে টেক্কা দিতে পারে।
Image credits: instagram
Bangla

বাহুবলী ২: দ্য কনক্লুশন (২০১৭)

এস এস রাজামৌলির পরিচালনায় বাহুবলী ২ দেশে ১০৩০.৪২ কোটি টাকা আয় করে। আইএমডিবির রিপোর্ট অনুযায়ী, এর বিশ্বব্যাপী আয় ১৭৪৯ কোটি টাকা।
Image credits: instagram
Bangla

কেজিএফ: চ্যাপ্টার ২ (২০২২)

দক্ষিণী অভিনেতা যশ অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এই ছবিটি বিশ্বব্যাপী ১২০৭.৯ কোটি টাকা আয় করেছে।
Image credits: instagram
Bangla

আরআরআর (২০২২)

এস এস রাজামৌলির পরিচালনায় এবং রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আরআরআর'-এর বিশ্বব্যাপী আয় ১২৩০.৩ কোটি টাকা।
Image credits: instagram
Bangla

আরআরআর (২০২২)

এস এস রাজামৌলির পরিচালনায় এবং রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আরআরআর'-এর বিশ্বব্যাপী আয় ১২৩০.৩ কোটি টাকা।
Image credits: Social Media
Bangla

কল্কি ২৮৯৮ এডি

অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি ৫৩৬.৭৫ কোটি টাকা আয় করেছে।
Image credits: instagram

নীতা আম্বানির পেস্টেল শাড়ি থেকে স্টাইল টিপস, রইল ঝলক

৪৬-এ পা রীতেশ দেশমুখের, বিশেষ দিনে রইল তাঁর প্রেম কাহিনী

প্রভাসকে ছাপিয়ে গেলেন আল্লু অর্জুন, হিন্দি ডাবড ছবি হিসেবে সর্বোচ্চ আয়

আলিয়া নাকি করিশ্মা? সাদা শাড়ি লুক কে ছিলেন বেশি সুন্দর?