নীল ভাট ও নিয়া শর্মাকে দেখা গেল শো-র মঞ্চে। কালো পোশাকে দেখা গেল দুজনকে।
রিস্তা কেয়া কহেলাতা হ্যায় সিরিয়ালের নায়রাকে দেখা গেল মঞ্চে। কালো পোশাকে দেখা গেল মঞ্চে।
ভাবি জি ঘর পার হ্যায় সিরিয়ালের মন মোহন তিওয়ারি ও আঙ্গুরি ভাবিকে দেখা গেল মঞ্চে।
ছোট মেয়েকে নিয়ে মঞ্চে হাঁটলেন কপিল। দুজনেরই পরনে ছিল কালো পোশাক।
ভারতী সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন কপিল শর্মা।
মেয়ের সঙ্গে এই প্রথম ফ্যাশনের মঞ্চে দেখা গেল কপিলকে।
ছোট নায়কাে নিয়ে প্রথম মঞ্চে দেখা গেল কমেডি স্টারকে। এদিন বাবা মেয়ের জুটি নজর কাড়ে সকলের।
ভারতীর ছেলেকে কোলে নিয়ে ভারতীর সঙ্গে মঞ্চে দেখা গেল কমেডি স্টার কৃষ্ণা অভিষেককে।
ভারতীর ছেলেকে নিয়ে মঞ্চে দেখা গেল কমেডি স্টার কৃষ্ণা অভিষেককে।
ছেলে গোলুকে নিয়ে মঞ্চে হাঁটলেন ভারতী সিং।
শাড়ি থেকে ওয়েস্টার্ন পোশাকে আদার হট লুক, রইল আধা শর্মার আকর্ষণীয় ছবি
Ileana D’Cruz: গর্ভবতী অবস্থার ছবি শেয়ার করলে ইলিয়ানা ডিক্রুজ
জীবনের সেরা প্রাপ্তির কথা জানালেন আলিয়া, জেনে নিন কী বললেন নায়িকা
Kriti Sanon: শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন কৃতি শ্যানন, রইল তাঁর হট ছবি