Bangla

গদর ২

গদর ২ মুক্তি পায় চলতি বছরে। দ্বিতীয় সপ্তাহে ৩৮.৯ কোটি আয় করেছিল ছবিটি। 

Bangla

অ্যানিম্যাল

সদ্য মুক্তি পায় অ্যানিম্যাল। এই ছবিটি ৩৭ কোটি আয় করেছে দ্বিতীয় রবিবার। 

Image credits: instagram
Bangla

বাহুবলি ২

২০১৭ সালে মুক্তি পায় বাহুবলি ২। দ্বিতীয় রবিবার আয় করেছিল ৩৪.৫ কোটি। 

Image credits: instagram
Bangla

জওয়ান

জওয়ান মুক্তি পায় চলতি বছর। ৩৪.২৬ কোটি আয় করে দ্বিতীয় রবিবার। 

Image credits: instagram
Bangla

দঙ্গল

২০১৮ সালে মুক্তি পায় দঙ্গল। এই ছবির দ্বিতীয় সপ্তাহের আয় ছিল ৩০.২৬ কোটি। 

Image credits: instagram
Bangla

সঞ্জু

২০১৮ সালে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত সঞ্জু। ছবির দ্বিতীয় সপ্তাহের আয় ছিল ২৮.০৫ কোটি।

Image credits: instagram
Bangla

পাঠান

পাঠান ছবির দ্বিতীয় সপ্তাহে ছবির আয় ছিল ২৭.৫ কোটি। 

Image credits: instagram
Bangla

দ্য কাশ্মির ফাইলস

দ্য কাশ্মির ফাইলস ছবির আয় ছিল ২৬.২ কোটি টাকা। 

Image credits: instagram
Bangla

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান মুক্তি পায় ২০১৫ সালে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ২৪.০৫ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: instagram
Bangla

দ্য কেরালা স্টোরি

দ্য কেরালা স্টোরি মুক্তি পায় ২০২২ সালে। ছবিটি দ্বিতীয় রবিবার আয় করে ২৩.২৫ কোটি টাকা।

Image credits: instagram

২০২৩ সালে সর্বাধিক হিট দিয়েছেন এই আট দক্ষিণী তারকা, দেখে নিন তালিকা

চলতি বছরে মুক্তি পাওয়া এই পাঁচটি ছবি সব থেকে বেশি আয় করেছে বিদেশে

২০২৩ সালে একাধিক হিট দিয়েছেন এই আট দক্ষিণী স্টার, দেখে নিন তালিকা

এই ১০ ছবির প্রথম সপ্তাহের আয় গড়েছিল রেকর্ড, দেখে নিন কে আছে শীর্ষে