Bangla

সেরা ছবি

আজ রইল ১০টি ছবির কথা। শেষ কয় বছরে মুক্তি পাওয়া ছবির প্রথম সপ্তাহের আয়ের নিরিখে এই ১০টি ছবি টেক্কা দিয়েছে বাকি ছবিকে। দেখে নিন সেই তালিকা।

Bangla

সুলতান

সুলতান ছবিটি আছে দশ নম্বরে। এক সপ্তাহে ৩৯০ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: Facebook
Bangla

জেলার

নবম স্থানে আছে জেলার। রজনীকান্ত অভিনীত এই ছবি। প্রথম সপ্তাহের আয় ছিল ৪৩৪ কোটি। 

Image credits: Facebook
Bangla

২.০

অষ্টম স্থানে আছে ২.০ ছবিটি। রজনীকান্ত অভিনীত এই ছবি। ৪৪৫ কোটি আয় করেছিল ছবিটি। 

Image credits: Facebook
Bangla

লিও

সদ্য মুক্তি পেয়েছে লিও। প্রথম সপ্তাহের আয়ের দিক দিয়ে ছবিটি রয়েছে সপ্তম স্থানে। ৪৬৪.৩ কোটি আয় করেছে ছবিটি। 

Image credits: Facebook
Bangla

অ্যানিম্যাল

অ্যানিম্যাল ছবি আছে এই তালিকায়। প্রথম সপ্তাহের আয়ের হিসেবে ছবিটি পেল ষষ্ঠ স্থান। ৫২৭ কোটি আয় করেছে ছবিটি। 

Image credits: Facebook
Bangla

পাঠান

পাঠান ছবিটি রয়েছে পঞ্চম স্থানে। ৬৩৬.৪ কোটি আয় করেছে ছবিটি।  এই পরিমাণ আয় করেছে ওয়েপিং সপ্তাহে। 

Image credits: Facebook
Bangla

জওয়ান

জওয়ান ছবির আয় ৬৫৬.২ কোটি। প্রথম সপ্তাহে এই পরিমাণ আয় করেছে ছবিটি। ছবিটি পেয়েছে চতুর্থ স্থান। 

Image credits: Facebook
Bangla

কেজিএফ ২

ওপেনিং সপ্তাহে ৭০২.৪ কোটি আয় করেছে কেজিএফ ২। দক্ষিণী এই ছবিটি ব্যাপক হিট করেছিল। 

Image credits: Facebook
Bangla

RRR

ওপেনিং সপ্তাহে ৭১০.৬ কোটি আয় করেছে RRR। এই ছবি গড়েছে রেকর্ড। ছবিটি রয়েছে দ্বিতীয় স্থানে। 

Image credits: Facebook
Bangla

বাহুবলি ২

বাহুবলি ২ ছবিটি রয়েছে এই তালিকার শীর্ষে। প্রথম সপ্তাহে ৮৩১,৭ কোটি আয় করেছিল এই ছবিটি। 

Image credits: Facebook

চলতি বছরে সাফল্যের মুখ দেখতে পাননি এই ৯ বলিউড তারকা, দেখে নিন কে কে

অ্যানিম্যাল থেকে পাঠান- দ্রুত ৫০০ কোটির ঘরে পা রেখেছে এই সাতটি ছবি

প্রথম পাঁচ দিনে রেকর্ড করা আয় করেছে এই সকল ছবি, রইল ছবির তালিকা

এই দশ বলিউড ছবির প্রথম সপ্তাহান্তের আয় গড়েছে রেকর্ড, দেখে নিন কী কী