Bangla

অনন্ত আম্বানি আর তৈমুরের মিল

একটি জায়গায় মিলে গেছে তৈমুর আর অনন্ত আম্বানি। কারণ তাদের ন্যানি এক।

Bangla

অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত

আম্বানিদের বিয়েতে উপস্থিত ছিলেন, হঠাৎই অনন্ত আম্বানির কাঁধে মাথা রেখে ছবি তুলতে দেখা যায় তৈমুরের সেই ন্যানিকে।

Image credits: instagram
Bangla

ন্যানির দাবি

অনন্ত আম্বানি খুব ভালবাসতেন। তৈমুরের মত ছোটবেলায় দেখাশোনা করতে অনন্ত আম্বানির। ন্যানি ললিতা ডিসিলভা।

Image credits: instagram
Bangla

ন্যানির দাবি

আমি পেডিয়াট্রিক নার্স হিসাবে প্রায় ৩০ বছর কাজ করছি। আর আমার এই কাজের শুরুই হয়েছিল অনন্তকে দিয়ে।

Image credits: instagram
Bangla

১১ বছর ছিলেন

যখন আমি ওঁরই বিয়েতে নিমন্ত্রিত, এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ও শিশু থেকেই ভীষণই বাধ্য ছেলে ছিল, এখনও একই আছে। ১১ বছর আম্বানিদের সঙ্গে ছিলেন।

Image credits: instagram
Bangla

ন্যানির এক সন্তান

ন্যানির ব্যক্তিগত জবীন একটি সন্তান রয়েছে। কিন্তু আম্বানিদের সঙ্গে তাঁর পরিবারের যোগ রয়েছে।

Image credits: Instagram/lalitadsilva
Bangla

অনন্তের সঙ্গে

অনন্তের সঙ্গে ইশা আর আকাশেরও দেখাশোনা করতেন বলে জানিয়েছেন। নীতা তাঁকে এখনও ভোলেনি বলেও দাবি তাঁর।

Image credits: instagram
Bangla

বিয়েতে নিমন্ত্রণ

অনন্তের আগে ইশা আর আকাশের বিয়েতেও ন্যানি নিমন্ত্রণ পেয়েছিলেন। তবে অনন্তের ব্যাপারটা আলাদা বলেও জানিয়েছেন তিনি।

Image credits: instagram
Bangla

বর্তমানে কার ন্যানি

আগে করিনা কাপুরের ছেলে তৈমুরের দেখাশোনা করেছেন। বর্তমানে অভিনেতা রামচরণ ও তাঁর ব্যবসায়ী স্ত্রী উপসনা কোনিদেলার মেয়ে ক্লিন কারার দেখাশোনা করেন।

Image credits: instagram
Bangla

হাইপ্রোফাইল ন্যানি

ন্যানি ললিতা ডিসিলভা হাইপ্রোফাইল ন্যানি। তাঁর মাস মাহিনে দেড়লক্ষ টাকার বেশি বলেও মিডিয়া রিপোর্ট।

Image credits: instagram

ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের গ্রে ডিভোর্স! জেনে নিন গ্রে ডিভোর্স কী?

বয়স ৬০-এর বেশি হলেও অ্যাকশন চরিত্রে তরুণদেরও হার মানাবে এই ৮ স্টার

রশ্মিকা মন্দানার পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন! কত পাচ্ছেন অভিনেত্রী?

বিয়ের আগে শারীরিক সম্পর্ক না, জানালেন যৌনতার নেশা বুঁদ থাকা জেনশ শাহ