হীরামন্ডি ওয়েব সিরিজে কার্টরাইটের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জেসন শাহ। কিন্তু একটা সময় মদ আর মহিলার নেশায় বুঁদ হয়েছিলেন তিনি।
জেশন শাহ সম্প্রতি একটি সাক্ষৎকারে নিজেই নিজের অন্ধকার দিনের কথা বলেছেন। জানিয়েছে কী করে বেরিয়ে এলেন সেখান থেকে।
জেশন শাহ জানিয়েছেন, একটি সময় দিনে আড়াই প্য়াকেট সিগারেট লাগত। সঙ্গে মদ্যপান চলত। নারীসঙ্গ ছাড়া থাকতে পারতেন না।
জেশন জানিয়েছেন, যৌনতার মারাত্মক নেশা গ্রাস করেছিলেব। কঠিন সময় ছিল তাঁর কাছে। মন যা চায় তা করা কতটা ভয়ঙ্কর জীবন দিয়ে বুঝেছেন।
জেনশ নেশামুক্ত জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। বলেছেন, ঈশ্বর কঠিন সময় তাঁর পাশে ছিল। তাই মুক্তি পেয়েছেন।
জেশন জানিয়েছেন, বর্তমানে তিনি একটি সম্পর্কে রয়েছেন। প্রেম ও মানসিক ঘনিষ্টতা রয়েছে। বিয়ের আগে শারীরিক সম্পর্কে যাবেন না তারা।
ঠিক করেছি বিয়ের আগে সহবাস করব না। নারী-পুরুষ শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার পরেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সেই আবেগ অনেক সমস্যা তৈরি করতে পারে
হীরামন্ডিকে সোনাক্ষী সিনহার কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।
জীবনে যখন খারাপ সিদ্ধান্ত নিচ্ছিলেন তখন মনে হয়েছিল সেগুলি খুব ভাল। এখন বুঝছেন সেগুলি মোটেও ঠিক ছিল না।
রইল সাত বলিতারকার কথা, শ্যুটিং সেটে শুরু হয়েছিল এদের লাভ স্টোরি
প্রেমের সপ্তাহে রইল বলিউডের সেরা আট রিয়েল লাইফ জুটির তালিকা
শুধু পুনম নন, অমিতাভ থেকে মিঠুন- এই ৬ তারকার মৃত্যুর খবর রটেছিল এক সময়
দেখে নিন ওজন বাড়লে কেমন দেখাবে এই নয় বলি সুন্দরীকে, রইল ছবি