Bangla

রীতেশ ও জেনেলিয়া

উপস্থিত ছিলেন রীতেশ ও জেনেলিয়া। জেনেলিয়া পরেছিলেন নীল রঙের পোশাক আর রীতেশকে দেখা গেল কালো কুর্তাতে।

Bangla

আয়ুষ্মান খুরানা

স্ত্রীকে নিয়ে হাজির হন আয়ুষ্মান খুরানা। সাদা কুর্তায় আয়ুশ ও হালকা রঙের শাড়িতে হাজির হন তাঁর স্ত্রী।

Image credits: virendra chawla instagram
Bangla

অর্পিতা ও আয়ুশ

বাড়িতেই পার্টির আয়োজন করেন অর্পিতা ও আয়ুশ। নীল চুড়িদারে দেখা যায় অর্পিতাকে। আর আয়ুশ পরেছিলেন কালো কুর্তা।

Image credits: virendra chawla instagram
Bangla

অংশুলা কাপুর

অর্পিতা ও আয়ুশের পার্টিতে উপস্থিত হন অংশুলা কাপুর। নীল রঙের পোশাকে দেখা গিয়েছিল তাঁকে।

Image credits: virendra chawla instagram
Bangla

সলমন খান

বোনের পার্টিতে উপস্থিত ছিলেন ভাইজান। এদিন সকল লাইম লাইট ছিল তাঁর ওপর। 

Image credits: virendra chawla instagram
Bangla

আরবাজ খান

আয়ুশ শর্মা ও অর্পিতা খান শর্মার পার্টিতে অবশ্যই উপস্থিত ছিলেন আরবাজ খান। নীল কুর্তাতে দেখা যায় তাঁকে।

Image credits: virendra chawla instagram
Bangla

অনীল কাপুর

ছিলেন অনীল কাপুরও। আয়ুশ শর্মা ও অর্পিতা খান শর্মার ইদ পার্টিতে উপস্থিত হন অনীল কাপুর। 

Image credits: virendra chawla instagram
Bangla

ক্যাটরিনা কইফ

আয়ুশ শর্মা ও অর্পিতা খান শর্মার ইদ পার্টিতে হাজির হন ক্যাটরিনা কইফ।

Image credits: virendra chawla instagram
Bangla

সঙ্গীতা বিজলানী

আয়ুশ শর্মা ও অর্পিতা খান শর্মার ইদ পার্টিতে সাদা পোশাকে হাজির হন সঙ্গীতা বিজলানী।

Image credits: virendra chawla instagram
Bangla

লুলিয়া ভান্টুর

আয়ুশ শর্মা ও অর্পিতা খান শর্মার হালকা নীল রঙের পোশাকে সকলের নজর কাড়েন লুলিয়া ভান্টুর।

Image credits: virendra chawla instagram

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে পূজা হেগড়ে, রইল তাঁর ১০টি আকর্ষণীয় ছবি

দেখে নিন শেহনাজ গিলের ১০টি আকর্ষণীয় ছবি

বউয়ের কথা রাখতে ‘কফি উইথ করণ’-এ আসছেন রণবীর কাপুর

খোলামেলা পোশাক পরেছেন বলে খুন করে দেওয়া হবে উরফি জাভেদকে?