সব সময়ই খবরের শীর্ষে থাকে করণের শো। ‘কফি উইথ করণ’ শো-তে উপস্থিত হন তারকারা।
সেলেবদের ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি এই শো-র মাধ্যমে সকলের সামনে আনার চেষ্টা করেন করণ।
আর এই জন্য করণের টক শো ‘কফি উইথ করণ’-র টি আরপি সব সময় থাকে তুঙ্গে।
শীঘ্রই শুরু হবে করণের টক ‘শো কফি উইথ করণ’-র নতুন সিজিন
শোনা যাচ্ছে, শো-তে উপস্থিত হবেন আলিয়া ও রণবীর কাপুর।
মেয়ে রাহাও নাকি থাকবে ‘কফি উইথ করণ’ শো-তে।
কিন্তু, ‘কফি উইথ করণ’ শো-তে আসতে ঘোর আপত্তি ছিল রণবীরের।
বউয়ের কথা রাখতেই শো-তে আসবেন রণবীর কাপুর।
জানা গিয়েছে, শো-তে আসতে একেবারে রাজি হচ্ছিলেন না রণবীর। অনেক কষ্টে তাকে রাজি করিয়েছেন আলিয়া।
এবার এই শোতে স্বপরিবারে হাজির হতে পারেন রণবীর কাপুর।
খোলামেলা পোশাক পরেছেন বলে খুন করে দেওয়া হবে উরফি জাভেদকে?
এই ১০ হলুদ ড্রেস, আপনার মন কেড়ে নেবে কিয়ারা আডবাণী-র লুক
প্রকাশ পেল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন গান
নীল পোশাকে ভাইরাল মৌনির আকর্ষণীয় লুক, দেখে নিন নতুন ছবি